TRENDING:

Chote Shahrukh : ২১ জুলাই কলকাতার পর এখন বীরভূম কাঁপাচ্ছেন! ভাইরাল ছোটে শাহরুখ খান, জানুন তাঁর আসল পরিচয়

Last Updated:

কলকাতার ধর্মতলায় ২১ জুলাইয়ের মিছিলে বাজিমাত ‘ছোট্ট শাহরুখ’-এর! ভাইরাল হওয়া ফাইজুল আসলে বীরভূমের সাহাপুর গ্রামের এক চাষির ছেলে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: ২১ জুলাই কলকাতার ধর্মতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চে জনজোয়ার। সেই ভিড়েই আচমকা নজর কাড়ে এক যুবকের উপস্থিতি। শাহরুখ খানের লুকে উপস্থিত সেই যুবককে দেখেই চমকে ওঠে জনতা, কুর্নিশ জানায় ভিড়। মুহূর্তেই ভাইরাল হয় ছবিটি।
advertisement

কিন্তু কে এই ভাইরাল হওয়া ছোট্ট শাহরুখ? কোথা থেকে এলেন তিনি? খোঁজ নিল লোকাল ১৮ বাংলা।

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

নাম শেখ ফাইজুল, বাড়ি বীরভূমের ইলামবাজার থানার সাহাপুর গ্রামে। বয়স খুব একটা বেশি নয়, তবে স্বপ্ন অনেক বড়। পরিচিত এখন ‘ছোট্ট শাহরুখ’ নামে। দু’ই বছর ধরে নকল করেন বলিউড বাদশাহ শাহরুখ খানকে। তার অভিনয়, হাঁটা, হাসি, সবেতেই মিশে আছে বাদশার ছায়া। ২১ জুলাই-র দিন শাহরুখ খানের কালজয়ী লুকে ধর্মতলায় হাজির হন ফাইজুল। চোখে সানগ্লাস, গায়ে কোট, মুখে রাজকীয় হাসি, দেখেই চমকে যায় জনতা। কেউ সেলফি তোলেন, কেউ ভিডিও করেন। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ছড়িয়ে পড়ে তার ছবি।

advertisement

View More

ছোট্ট শাহরুখ বলেন, আমি প্রায় দুই বছর ধরেই শাহরুখের অভিনয় করি। ফেসবুকে আমার একটি পেজ আছে ‘ছোট্ট শাহরুখ’ নামে। মাঝে মাঝে ভিডিও আপলোড করি। কিন্তু ২১ জুলাইর ওই ঘটনাই আমার জীবন বদলে দেয়।

আরও পড়ুন Shah Rukh Khan: ‘এই পুরস্কার আমার ফ্যানেদের জন্য’…বলিউডে ৩৩ বছর পার, অবশেষে জাতীয় পুরস্কার পেলেন শাহরুখ

advertisement

তবে এই চমকপ্রদ খ্যাতির পেছনে এক সরল জীবনও রয়েছে। শেখ ফাইজুল আসলে একজন চাষি। পরিবারে আর্থিক সচ্ছলতা নেই। নিজেই জানান, এখনো কোনও স্টেজে বা অনুষ্ঠানে পারফর্ম করার সুযোগ পাননি। তবে ভাইরাল হওয়ার পর মানুষ যেভাবে তাঁকে ভালবেসেছে, পাশে দাঁড়িয়েছে, তাতেই তিনি আপ্লুত।

তাঁর স্বপ্ন, একদিন নিজের এই প্রতিভাকে বড় পরিসরে তুলে ধরার, যেন সেই বাদশার মত তিনিও মানুষের মন জয় করতে পারেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুদীপ্ত গড়াই 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chote Shahrukh : ২১ জুলাই কলকাতার পর এখন বীরভূম কাঁপাচ্ছেন! ভাইরাল ছোটে শাহরুখ খান, জানুন তাঁর আসল পরিচয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল