কিন্তু কে এই ভাইরাল হওয়া ছোট্ট শাহরুখ? কোথা থেকে এলেন তিনি? খোঁজ নিল লোকাল ১৮ বাংলা।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
নাম শেখ ফাইজুল, বাড়ি বীরভূমের ইলামবাজার থানার সাহাপুর গ্রামে। বয়স খুব একটা বেশি নয়, তবে স্বপ্ন অনেক বড়। পরিচিত এখন ‘ছোট্ট শাহরুখ’ নামে। দু’ই বছর ধরে নকল করেন বলিউড বাদশাহ শাহরুখ খানকে। তার অভিনয়, হাঁটা, হাসি, সবেতেই মিশে আছে বাদশার ছায়া। ২১ জুলাই-র দিন শাহরুখ খানের কালজয়ী লুকে ধর্মতলায় হাজির হন ফাইজুল। চোখে সানগ্লাস, গায়ে কোট, মুখে রাজকীয় হাসি, দেখেই চমকে যায় জনতা। কেউ সেলফি তোলেন, কেউ ভিডিও করেন। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ছড়িয়ে পড়ে তার ছবি।
advertisement
ছোট্ট শাহরুখ বলেন, আমি প্রায় দুই বছর ধরেই শাহরুখের অভিনয় করি। ফেসবুকে আমার একটি পেজ আছে ‘ছোট্ট শাহরুখ’ নামে। মাঝে মাঝে ভিডিও আপলোড করি। কিন্তু ২১ জুলাইর ওই ঘটনাই আমার জীবন বদলে দেয়।
তবে এই চমকপ্রদ খ্যাতির পেছনে এক সরল জীবনও রয়েছে। শেখ ফাইজুল আসলে একজন চাষি। পরিবারে আর্থিক সচ্ছলতা নেই। নিজেই জানান, এখনো কোনও স্টেজে বা অনুষ্ঠানে পারফর্ম করার সুযোগ পাননি। তবে ভাইরাল হওয়ার পর মানুষ যেভাবে তাঁকে ভালবেসেছে, পাশে দাঁড়িয়েছে, তাতেই তিনি আপ্লুত।
তাঁর স্বপ্ন, একদিন নিজের এই প্রতিভাকে বড় পরিসরে তুলে ধরার, যেন সেই বাদশার মত তিনিও মানুষের মন জয় করতে পারেন।
সুদীপ্ত গড়াই