TRENDING:

North 24 Parganas News: শহরে আবার কলেরা আতঙ্ক! জল বাহিত রোগে চিন্তার ভাঁজ প্রশাসনের কপালে

Last Updated:

North 24 Parganas News: আবারও কলেরা আতঙ্ক ফিরল কলকাতায়! বমি ও পেটের সমস্যা নিয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি আক্রান্তরা। ঘটনায় উদ্বিগ্ন স্থানীয় প্রশাসন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: আবারও কলেরা আতঙ্ক ফিরল কলকাতায়! বাগুইআটির জ্যাংড়ায় বছর ৩৫ এর যুবক প্রবীর সেন আক্রান্ত হতেই ছড়িয়েছে এই আতঙ্ক। শুধু তিনিই নন, বর্তমানে তার পরিবারের সদস্য অর্থাৎ মা-ও একই উপসর্গে আক্রান্ত। স্থানীয় জনপ্রতিনিধি সুজিত মন্ডলের নির্দেশে ইতিমধ্যেই সরস্বতী সেনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। বাগুইআটির জ্যাংড়ার মন্ডলপাড়ার ওই আবাসনে জল বাহিত রোগের আতঙ্কে রয়েছেন প্রতিবেশীরা।
advertisement

জানা গিয়েছে, বিধাননগর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই যুবক। গত রবিবার বমি ও পেটের সমস্যা নিয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হন। সেখানেই রোগীর স্বাস্থ্য পরীক্ষায় ভিব্রিও কলেরি পজিটিভ ধরা পড়ে বলে হাসপাতাল সূত্রে খবর। এরপরই চিকিৎসকদের বিশেষ টিম গঠন করা হয় পাশাপাশি বাগুইহাটির যেই এলাকায় ওই যুবক থাকতেন সেই এলাকায় কীভাবে কলেরার মত মারণ রোগ ছড়ালো সে বিষয়টিও চিন্তায় ফেলেছে প্রশাসনকে।

advertisement

পাশাপাশি স্বাস্থ্য দপ্তর ও ন্যাশনাল ইনস্টিটিউট অফ ব্যাকটেরিয়াল ইনফেকশনের বিশেষ প্রতিনিধিদল দল ইতিমধ্যেই ওই আবাসনে গিয়ে ব্যবহার করা জলের নমুনা সংগ্রহ করেছে। আবাসন সূত্রে জানা গিয়েছে, দিন দশেক আগে আক্রান্ত যুবকের আবাসনের আরও এক বাসিন্দারও এই একই উপসর্গ দেখা দিয়েছিল। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আতঙ্কে রয়েছেন আবাসনের অন্যান্য বাসিন্দারা।

আরও পড়ুনঃ Hardik Pandya: বউয়ের সঙ্গে বিচ্ছেদ পাকা? এরই মধ্যে সামনে এল বউদির সঙ্গে হার্দিকের তোলপাড় ফেলা ছবি!

advertisement

ঘটনায় চিন্তার ভাঁজ স্বাস্থ্য দফতর সহজ স্থানীয় প্রশাসনের কপালেও। স্থানীয় জনপ্রতিনিধি জানান,”কলেরা মহামারীর কথা শুনেছিলাম কয়েক যুগ আগে। তবে বর্তমানে এই দেখলাম। এই আবাসনের বাসিন্দারা ভূগর্ভস্থ পানীয় জল ব্যবহার করতেন। কিভাবে এই রোগ হল তা বোঝা যাচ্ছে না।” এলাকায় আরও কেউ এ ধরনের একই উপসর্গে আক্রান্ত কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

advertisement

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: শহরে আবার কলেরা আতঙ্ক! জল বাহিত রোগে চিন্তার ভাঁজ প্রশাসনের কপালে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল