TRENDING:

Open Water Swimming: অঞ্জনা রক্ষার দাবিতে নদীবক্ষে সাঁতার! পাড়ে উপচে পড়া ভিড় মানুষের

Last Updated:

Open Water Swimming: দীর্ঘ বহু বছর ধরেই অঞ্জনা ও জলঙ্গি নদীকে রক্ষা করার জন্য কৃষ্ণনগরের একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলি বছরের নানা সময়ে বিভিন্ন উদ্যোগ নেয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: অঞ্জনা নদী রক্ষার দাবিতে কৃষ্ণনগর শহরের উপকণ্ঠে দোগাছি রবীন্দ্র মূর্তির পাদদেশ থেকে অনুষ্ঠিত হল ওপেন ওয়াটার সাঁতার প্রতিযোগিতা। নিয়মিত সাঁতার কাটলে বিশেষ করে নদীর প্রবাহমান জলে সাঁতার কাটার ফলে শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের উপকার হয়। এছাড়াও জীববৈচিত্র্যকে বাঁচিয়ে রাখতে নদী কতখানি ভূমিকা পালন করে, তা যুব সমাজকে বার্তা দিতেই এই উদ্যোগ বলে জানা যায়।
advertisement

আরও পড়ুন: সীমান্তে সেনার উপর আতর্কিত হামলা! গুলি চালাতেই ৪.৫ কোটির সোনা ফেলে চম্পট পাচারকারী

স্পোর্টস ভিলেজের সহায়তায়, অঞ্জনা নদী বাঁচাও কমিটি, জলঙ্গী নদী সমাজ, জেলা সাঁতার সংস্থা, যুক্তিবাদী সমিতি, কৃষ্ণনগর ঐকতান, মৎস্যজীবী সমবায় সমিতি ও কিশোর বাহিনীদের সহযোগিতায় এই অনুষ্ঠানটি করা হয়। জেলার বিভিন্ন স্যুইমিং পুল থেকে প্রতিযোগিতায় অংশ নেয়। অনুর্ধ্ব ১২ বছর ও ১২ বছরের ঊর্ধ্বে দু’টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অজস্র মানুষ নদীর পাড়ে দাঁড়িয়ে প্রতিযোগিতা উপভোগ করেন। প্রতিযোগিতা শেষে সকলকে পুরস্কৃত করা হয়। রবীন্দ্রনাথের মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে সূচনা হয় অনুষ্ঠানের। নদীর গান শোনান বিশিষ্ট নামকরা এক বাউল সংগীত শিল্পী। বক্তব্যে অংশ নেন সমস্ত সংগঠনের প্রতিনিধিরাই।

advertisement

View More

উল্লেখ্য, দীর্ঘ বহু বছর ধরেই অঞ্জনা ও জলঙ্গি নদীকে রক্ষা করার জন্য কৃষ্ণনগরের একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলি বছরের নানা সময়ে বিভিন্ন উদ্যোগ নেয়। কখনও মৎস্যজীবীদের পাশে দাঁড়িয়ে, কখনও বিভিন্ন সমাজ সচেতনতামূলক কর্মকাণ্ডে তাঁরা ঐতিহ্যবাহী এই জলঙ্গি নদীকে জীবিত রেখেছে। এই নদীটি বাংলাদেশের মাথাভাঙ্গা নদী হিসেবে এসে এরপর রানাঘাট থেকে চূর্ণী নদী ও কৃষ্ণনগরে এসে জলঙ্গি নদীতে পরিচিত।

advertisement

জলঙ্গি নদী মিশেছে নবদ্বীপের ভাগীরথী নদীর সঙ্গে। তবে বছরের বিভিন্ন সময় এই নদীর জল দূষিত থাকে। সেই কারণে একাধিক সমাজসেবক সংগঠনেরা লাগাতার প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন। ঠিক তেমনই নদীপক্ষে সাঁতারের প্রতিযোগিতা রেখে এক অভিনব উদ্যোগ নেওয়া হয় সমস্ত পরিবেশপ্রেমী মানুষের তরফ থেকে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Open Water Swimming: অঞ্জনা রক্ষার দাবিতে নদীবক্ষে সাঁতার! পাড়ে উপচে পড়া ভিড় মানুষের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল