আরও পড়ুন: তেলেভাজাতেও ফিউশন! নাম আবার জাপানিস ক্যান্ডি, রেসিপিটা জানুন চটপট
সীমা বন্দ্যোপাধ্যায়ের বাবা কানাইলাল বন্দ্যোপাধ্যায় ছিলেন ইছাপুর গদাধর হাইস্কুলের অংকের শিক্ষক। বাবার স্মৃতিতে বোনের স্কুলের নিরাপত্তায় সিসি ক্যামেরা দান করেন জয়তী চট্টোপাধ্যায়। বিদ্যামন্দির স্কুলের প্রধান শিক্ষিকা বলেন,আমার কাকা কম্পিউটার দিয়েছেন বাচ্চারা যাতে কম্পিউটার শিখতে পারে।দিদি সিসি ক্যামেরা দিয়েছেন স্কুলের নিরাপত্তার জন্য।স্কুলের বার্ষিক অনুষ্ঠানের দিন তাদের সম্মান জানানো হয়। স্কুলের শিক্ষক শিক্ষিকা যথেষ্ট ভালো,দায়িত্ব নিয়ে পড়ান।আমরা অভিভাবকেদর আস্বস্ত করতে চাই তাদের বাচ্চারা এই স্কুলে পড়লে শিখবে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
কোনও দিক থেকে পিছিয়ে থাকবে না প্রথম শ্রেনী থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত ২৭২ জন পড়ুয়া ।
রাহী হালদার





