Viral snacks: তেলেভাজাতেও ফিউশন! নাম আবার জাপানিস ক্যান্ডি, রেসিপিটা জানুন চটপট

Last Updated:

Viral snacks: বিদেশি ফার্স্ট ফুড বা স্নাক্স গুলিকে ভারতীয় স্বাদে নিয়ে আসার অভিনব প্রয়াস করে চলেছে বাঙালিয়ানার মালকিন বনি সরকার।

+
জাপানিস

জাপানিস ক্যানডি 

হুগলি: বাঙালির প্রিয় তেলেভাজা, চপ, সিঙারা, ফুলুরি বেগুনি এই সব একজন অতীত। তেলে ভাজাতেও ফিউশন। বাজারে এসেছেন নতুন  তেলেভাজা। যার স্বাদ আর নাম দুটোই ভিন্ন।তার মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় হয়েছে জাপানিস ক্যান্ডি। মূলত বিদেশি ফার্স্ট ফুড বা স্নাক্স গুলিকে ভারতীয় স্বাদে নিয়ে আসার অভিনব প্রয়াস করে চলেছেন বনি সরকার।
তিনিই জানালেন, এই ফিউসন তেলেভাজা তৈরির সহজ রেসিপি।
জাপানিস ক্যান্ডি করতে লাগে-
advertisement
গ্রেট করা চিকেন, সঙ্গে চিজ ও দুধের মিশ্রণ, আর গোল করে কাটা পাউরুটি স্লাইস। প্রথমে তৈরি করা হয় ব্যাটার। ময়দা ও ডিম দিয়ে তৈরি করা হয় সেই মিশ্রণ। পাঁউরুটির উপর মাখন লাগিয়ে তার মধ্যে দেওয়া হয় চিকেনের মিশ্রণ। তার উপরে দেওয়া হয় দুই স্লাইস চিজ, সর্বশেষে উপরে স্তরে আরও একটি পাউরুটির স্লাইস দিয়ে তাকে চুবিয়ে নেওয়া হয় ব্যাটারের মধ্যে। এরপর ব্রেড ক্র্যাম লাগিয়ে তারপরে গরম ছাঁকা তেলে ভাজলেই তৈরি সুস্বাদু ও মুচমুচে জাপানিস ক্যান্ডি।
advertisement
শীতের সন্ধে গরম কফফির সঙ্গে এই ফিউসন তেলেভাজা দারুণ জমে‌যাবে।
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Viral snacks: তেলেভাজাতেও ফিউশন! নাম আবার জাপানিস ক্যান্ডি, রেসিপিটা জানুন চটপট
Next Article
advertisement
Pallab Kirtania Controversy: লগ্নজিতার পাশে দাঁড়ানোয় হঠাৎ অনুষ্ঠান বাতিল? সমাজমাধ্যমে বিস্ফোরক অভিযোগ শিল্পী পল্লব কীর্ত্তনীয়ার!
লগ্নজিতার পাশে দাঁড়ানোয় হঠাৎ অনুষ্ঠান বাতিল? বিস্ফোরক অভিযোগ পল্লব কীর্ত্তনীয়ার!
  • আবারও শিল্পীর স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ। এবার সরব হলেন সঙ্গীত শিল্পী পল্লব কীর্ত্তনীয়া। লগ্নজিতার হয়ে পাশে দাঁড়ানোয় তাঁর গানের অনুষ্ঠান বাতিল করে দেওয়ার অভিযোগ তুললেন শিল্পী পল্লব কীর্ত্তনীয়া। সমাজমাধ্যমে একটি পোস্ট করে এমন  দিকে অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, কার্ড ছাপানো হয়ে গেলেও রাজনৈতিক চাপেই বড়দিনে তাঁর অনুষ্ঠান বাতিল করেছেন উদ্যোক্তারা।

VIEW MORE
advertisement
advertisement