এলাকায় একটি বহুতলের ফ্ল্যাটে গৃহপ্রবেশের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে স্থানীয় বহু মানুষ এবং ওই পরিবারের আত্মীয় যোগদান করেন। বহুতলের সেই ফ্ল্যাট থেকেই আচমকা শিশুটি ছাদ থেকে নিচে পড়ে ঘটে দুর্ঘটনা।
advertisement
সকলে অনুষ্ঠানে মত্ত সেই সময় ফ্ল্যাটের উপর থেকে কোনওভাবে এক শিশু নিচে পড়ে যায়। ফ্ল্যাটের নিচ দিয়ে গিয়েছে সড়ক, সড়কের পাশেই ইলেকট্রিক পোস্ট, এক পোষ্ট থেকে অন্য পোষ্টে পৌঁছেছে বিভিন্ন পরিষেবার তার। বহুতল ফ্ল্যাট থেকে আচমকা নিচে পড়ার সময় হঠাৎ একটি কেবল তারে আটকে পড়ে শিশুটি। শিশুটি কয়েক সেকেন্ড ঝুলতে দেখা যায় সিসি ক্যামেরায়।
স্থানীয়রা সেই দৃশ্য দেখে দ্রুত উদ্ধারে এগিয়ে আসেন। রাস্তা অর্থাৎ মাটি থেকে প্রায় ১০-১৩ ফুট উচ্চতা থেকে একটি বাইক দাঁড় করিয়ে তার উপর উঠে কোনওরকমে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়।
বাইরে কেবল টিভির তারের ওপর পড়ে যায় শিশুটি। দেখা মাত্রই স্থানীয় মানুষরা দৌড়ে এসে উদ্ধার করে শিশুটিকে। তবে আসল রক্ষা করেছে কেবল তারই। সেখানেই আটকে যায় শিশু। , যে কারণে শিশুটিকে বাঁচানোর সুযোগ হাতে পেয়েছেন স্থানীয়রাও। জীবন বাঁচানোর সেই ভয়ঙ্কর মুহূর্তটি সিসিটিভি ক্যামেরাতে বন্দি।





