আরও পড়ুন: স্ত্রী ছেড়ে চলে যাওয়ার অবসাদে এ কী করল যুবক! ভয়ঙ্কর বললেও কম হবে
পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগরের পূর্বচক গ্রামে প্রতিবছর ভীম একাদশীতে ভীমের পুজো ও মেলা বসে। আর পাঁচ জনের মতই গীতা গায়েন সেই মেলায় এসেছিলেন নাতি-নাতনিকে নিয়ে। মেলায় হরিরলুটের বাতাসা কুড়নোর সময়ই ঘটে দুর্ঘটনা। সেই সময় পাশের কালীমন্দিরে নাতি-নাতিনকে বসিয়ে বৃদ্ধা গীতা গায়েন হরির লুটের বাতাসা সংগ্রহ করছিলেন। কিন্তু বাতাসা কুড়নো শেষে নাতিকে খুঁজে পেলেও নাতনিকে আর খুঁজে পাচ্ছিলেন না। পরে রক্তাক্ত অবস্থায় নাতনিকে খুঁজে পান। রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় নার্সিংহোমে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধের পর। ভীমের মেলায় হরির লুটের বাতাসা কুড়নোর সময় ঝড়ো হাওয়া ওঠে। সেই হাওয়ায় মন্দিরের উপরে থাকা সিংহ মূর্তি ভেঙে পড়ে। তার তলায় চাপা পড়ে যায় ১৩ মাসের ওই শিশু কন্যাটি। এই দুর্ঘটনায় শোকস্তব্ধ পুরো গ্রাম। বন্ধ করে দেওয়া হয়েছে শতাব্দী প্রাচীন ভীমের মেলা।
সৈকত শী