এরপর হঠাৎই দেখা যায় শিশুটির নাক-মুখে রক্তের দাগ। তখনই স্থানীয়দের সন্দেহ হয় জলে ডুবে মৃত্যু হলে নাক মুখ দিয়ে কখনওই রক্ত বের হওয়ার কথা নয়। তাদের অনুমান হয়তো শিশুটিকে গলা টিপে মেরে ফেলা হয়েছে, এরপর জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। আশ্চর্যজনকভাবে সন্দেহের তীর যায় শিশুর মা তাপসী সরকারের দিকেই। এরপরেই শিশুটির অন্যান্য পরিবারের আত্মীয়-স্বজনেরা এবং স্থানীয় বাসিন্দারা তার মাকে ঘিরে ফেলে এবং খবর দেয় করিমপুর থানায়।
advertisement
আরও পড়ুনঃ নদী, জলরাশি, সবুজের সমারোহ…আপনার একদিনের গন্তব্য হোক কলকাতার কাছেই ‘এই’ জায়গা, ঘুরে আসুন
আরও পড়ুনঃ সপ্তাহান্তে তিনদিনের লম্বা ছুটি, ঘুরে আসুন নদিয়ার অফবিট ‘৫’ হেরিটেজ জায়গা থেকে, রইল খোঁজ
খবর পেয়ে ঘটনাস্থলে আসে করিমপুর থানার পুলিশ। মায়ের বিরুদ্ধে শিশুটিকে খুন করে জলে ভাসিয়ে দেওয়ার লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ইতিমধ্যেই ময়না তদন্তে পাঠিয়েছে। পাশাপাশি অভিযোগের ভিত্তিতে সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে করিমপুর থানার পুলিশ। স্বাভাবিকভাবেই এই ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
Mainak Debnath