জানা গিয়েছে, পৌরসভার আট নং ওয়ার্ডের বাসিন্দা মৃত সাত বছরের শিশু ইয়াকুব শেখ আজ খেলতে খেলতে দুর্ঘটনাবশত পুকুরের জলে ডুবে যায় ১২ নম্বর ওয়ার্ডের তিলি পুকুরে। অনেক খোঁজাখুঁজি হলেও প্রথমে সন্ধান পাওয়া যায়নি। নামানো হয় ডুবুরি। ফেলা হয় মাছ ধরার বড় জাল। অন্যদিকে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কান্দি থানার আইসি মৃণাল সিনহা, কান্দির বিধায়ক অপূর্ব সরকার, কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক ও পার্থপ্রতিম সরকার প্রশাসনের সঙ্গে মিলে ইয়াকুবকে উদ্ধার করে কান্দি হাসপাতালে নিয়ে যান। যদিও চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
advertisement
আরও পড়ুন: বীরভূমে চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর জখম মালদহের যাত্রী, ভর্তি সিউড়ির হাসপাতালে
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এলাকায় পুকুরের গভীর খাদ রয়েছে। পুকুর ধারে খেলা করছিল ছোট্ট ইয়াকুব। কিন্তু এই ধরনের ঘটনা ঘটে যাবে তা বুঝে উঠতে পারেননি পরিবার থেকে স্থানীয় বাসিন্দারা। হঠাৎই পা পিছলে পুকুরে জলে পড়ে যায়। পরে উদ্ধার হয় দেহ। এই ঘটনায় কান্নার রোল নেমে এসেছে গোটা পরিবার সহ গ্রাম জুড়ে। দেহ ময়নাতদন্তের পর দেহ তুলে হবে পরিবারের সদস্যদের হাতে বলেই জানা গিয়েছে। ঘটনায় শোকের পরিবেশ গোটা এলাকা জুড়েই।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কান্দির বিধায়ক অপূর্ব সরকার জানিয়েছেন, “আমরা খবর পাওয়া মাত্রই ছুটে যায় ঘটনাস্থলে। পরে ডুবুরি ও মাছের জাল ফেলে দেহ উদ্ধার করা হয়। পরিবারের ছোট্ট শিশুর মৃত্যুতে শোকস্তব্ধ সকলেই।” কান্দি থানার পুলিশ জানিয়েছে, আজকে দুপুরে দেহ ময়নাতদন্তের পর দেহ তুলে হবে পরিবারের সদস্যদের হাতে।






