ওড়িশা থেকে বিহার যাচ্ছিলেন দু’জন। পুরী-জয়নগর এক্সপ্রেস ধরে ওড়িশা থেকে বিহারের গ্রামের বাড়িতে ফিরলেন সন্তানসম্ভবা এক মহিলা। কিন্তু বাড়ি পৌঁছনোর আগে ট্রেনেই জন্ম দেন কন্যা সন্তান। খড়গপুরে মা ও নবজাতককে হাসপাতালে ভর্তি করা হয়। রেল সূত্রে খবর, বৃহস্পতিবার রাত প্রায় দশ’টার সময়, ১৮৪১৯ পুরী-জয়নগর সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেনেই এক গর্ভবতী মহিলা কন্যা সন্তানের জন্ম দেন।
advertisement
রেল সূত্রে জানা গিয়েছে, বিহারের বাসিন্দা রানি কুমারী নামের এক গর্ভবতী মহিলা তাঁর শাশুড়ির সঙ্গে ওড়িশার কটক থেকে নিজের বাড়ি বিহারের দারভাঙ্গা জেলার হাতৌরি গ্রামের উদ্দেশ্যে পুরী-জয়নগর এক্সপ্রেসে রওনা দেন। যাত্রাপথে, পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর রেল ডিভিশনের অন্তর্গত হিজলি স্টেশনে ঢোকার ঠিক আগেই ট্রেনের মধ্যেই প্রসব বেদনা ওঠে রানি কুমারীর। উপস্থিত যাত্রীদের সহায়তায় তিনি ট্রেনের কামরাতেই সন্তানের জন্ম দেন।
আরও পড়ুনঃ মেদিনীপুরে উত্তরবঙ্গের স্বাদ, প্রকৃতির কোলে এক টুকরো স্বপ্ন নগরী, হালকা শীতে ঘুরে আসুন
ঘটনার খবর ট্রেনের টিটিই-র মাধ্যমে রেল কর্তৃপক্ষের কাছে পৌঁছয়, সঙ্গে সঙ্গে খড়গপুর রেল হাসপাতালের এক মেডিক্যাল টিম হিজলি স্টেশনে পৌঁছে মা ও নবজাতককে নিরাপদে নামিয়ে খড়গপুর রেলওয়ে হাসপাতালে নিয়ে যায়। রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, বর্তমানে মা ও শিশু দু’জনেই সম্পূর্ণ সুস্থ। রানি কুমারী ও তাঁর নবজাতকের দেখভালের সমস্ত দায়িত্ব নিয়েছে খড়গপুর রেলওয়ে হাসপাতাল। রেলের এই তৎপরতা এবং দায়িত্ববোধকে সাধুবাদ জানিয়েছে সকলে।






