গত এক মাস থেকে দিন পনেরোর মধ্যে ব্রয়লার মুরগির মাংসের দাম কিলো প্রতি প্রায় ৩০ থেকে ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে কিলো প্রতি মুরগির মাংসের দাম ২৫০ থেকে ২৬০ টাকা থাকলেও, এ সপ্তাহে তার দাম হয়ে দাঁড়িয়েছে ২৭০ থেকে ২৮০ টাকা পর্যন্ত। তারপর ক্রেতাদের পছন্দসই মুরগির মাংস, যেমন বোনলেস বা লেগ পিস কেনার ক্ষেত্রে দিতে হচ্ছে বেশি মূল্য। সে ক্ষেত্রে তার কিলো প্রতি মূল্য দাঁড়াচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকা অবধি।
advertisement
এ বিষয়ে দোকানদারদের সাথে কথা বলে জানা গিয়েছে, গোটা মুরগি ১৭০ টাকা কিলো এবং কাটা মুরগি ২৭০ টাকা প্রতি কিলো, এদিনের বাজার দর অনুযায়ী চলছে। তবে পছন্দসই মাংস কেনার ক্ষেত্রে মূল্য একটু বেশি দিতে হচ্ছে কারণ, অবশিষ্ট মুরগির মাংস বেচার ক্ষেত্রে দোকানদারকে বেগ পেতে হচ্ছে। তাই তারা কিলো প্রতি পছন্দসই মাংসে ৫০ টাকা বেশি নিচ্ছেন গ্রাহকদের কাছ থেকে এবং গ্রাহকরাও কোনও রকম প্রশ্ন ছাড়াই সে মাংস বাড়িতে কিনে নিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন : ব্রাত্য কচুরিপানা থেকেই তৈরি হচ্ছে অনবদ্য শিল্পসম্ভার
এ ছাড়াও অভিযোগ, কোম্পানির ঘর থেকে দু তিন ব্যবসায়ীর হাত ঘুরে আসার ফলে মুরগির মাংসের দাম গত এক মাসে অনেকটাই বেড়েছে। দোকানদাররা জানিয়েছেন, প্রতি মাসের পয়লা তারিখ থেকে ১৫ তারিখ অবধি ব্রয়লার মুরগির মাংসের দাম একটু চড়াই থাকে। তবে মাসের মাঝামাঝি এবং শেষের দিকে দাম কিছুটা কমার সম্ভাবনা থাকে।
আরও পড়ুন : ভেজাল খাবার থেকে লাইসেন্সহীন দোকান, ব্যস্ত বাজারে চক্ষু চড়কগাছ অভিযানকারীদের
কারণ হিসেবে দোকানদাররা জানিয়েছেন, মাসের প্রথম দিকে ক্রেতাদের হাতে টাকা থাকার ফলে দাম একটু বেশি থাকে, পরবর্তী সময়ে দাম কিছুটা কমতে থাকে। তবে সামগ্রিকভাবে মুরগির মাংসের দাম যে আগের তুলনায় কিলো প্রতি অনেকটাই বেড়েছে, সে কথা স্বীকার করে নিয়েছেন দোকানদার থেকে ক্রেতা, সকলেই।
( প্রতিবেদন : রুদ্রনারায়ণ রায়)