TRENDING:

Chhau Dance: বাংলার এই নাচ নেচেই মাসে এখন ইনকাম ৭০ হাজার টাকা! স্কুল-কলেজের ছেলে-মেয়েদেরও রয়েছে দারুণ সুযোগ

Last Updated:

Chhau Dance: সম্প্রতি পুরুলিয়ার বলরামপুর লাগোয়া ঝাড়খণ্ডের নিমডিতে ছৌ-মহোৎসবে দুই রাজ্যের পড়ুয়াদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।‌

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া : পুরুলিয়ার লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য ছৌ। এই ছৌ-কে কেন্দ্র করে বিশ্বের দরবারে স্থান করে নিয়েছে পুরুলিয়া। তবে একটা সময় ছিল যখন অন্ধকার নেমে এসেছিল এই ছৌ নৃত্যেও। তবে ফের উজ্জীবিত হয়ে উঠেছে এই নৃত্য। এখন এই ছৌ নাচকে ঘিরে কেরিয়ার গড়ার স্বপ্ন দেখছে স্কুল পড়ুয়ারা।
advertisement

সম্প্রতি পুরুলিয়ার বলরামপুর লাগোয়া ঝাড়খণ্ডের নিমডিতে ছৌ-মহোৎসবে দুই রাজ্যের পড়ুয়াদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।‌ এই উৎসবে প্রায় ৮৫০ জন পড়ুয়া অংশগ্রহণ করে। ‌এই শিল্পকলার বাজার আগের থেকে অনেক উন্নত, তাই বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে এই নৃত্য। এতে মাসিক আয় হতে পারে ৭০ হাজার টাকা পর্যন্ত‌।

আরও পড়ুন: ‘স্যার, আমার স্ত্রী আমার শরীরে…’ থানায় ঢুকে লোকো পাইলট যা বলল, চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল পুলিশও

advertisement

এ বিষয়ে বাংলা নাটক ডট কমের অধিকর্তা অমিতাভ ভট্টাচার্য বলেন , বর্তমানে এই নাচের চাহিদা বেড়েছে। ঝাড়খণ্ডের সরাইকেল্লায় ছৌ-নৃত্যের তিন ধরনের ধারা বজায় রয়েছে। সেই জন্যই এখনকার ছেলে-মেয়েরা এই নাচকে ঘিরে কেরিয়ার গড়ার স্বপ্ন দেখছে। এই অনুষ্ঠান হওয়ার ফলে খুশি পড়ুয়ারা। ‌

View More

এ বিষয়ে বলরামপুর মালতি শ্যামনগর জিলপা লায়া হাই স্কুলের প্রধান শিক্ষক তীর্থঙ্কর বন্দ্যোপাধ্যায় বলেন, এই ধরনের অনুষ্ঠান হওয়ার ফলে ছৌ- নৃত্যের প্রভাব আরও বিস্তার হচ্ছে। ‌ছাত্র-ছাত্রীরা বিকল্প রোজগারের পথ খুঁজে পাচ্ছেন। তাদের শেখার আগ্রহ বাড়ছে। ‌তাই এই ধরনের অনুষ্ঠান আরও হলে সার্বিক ভাবেই ছৌ-এর বিকাশ ঘটবে। ছৌ-এর চাহিদা বাড়বে।

advertisement

এ বিষয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী পড়ুয়ারা জানায়, এই ছৌ-মহোৎসবে অংশগ্রহণ করতে পেরে খুশি তারা। ‌এই ধরনের তালিম তারা এই প্রথমবার নিচ্ছেন। ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে মেয়েরাও ছৌ নৃত্যে নিজেদের প্রতিভা দেখাচ্ছে। ‌আগামিদিনে তারা এটা নিয়ে এগিয়ে যাওয়ার পরিকল্পনা নিচ্ছেন। ‌ধীরে ধীরে ছৌ- নৃত্যের উপর আগ্রহ বাড়ছে বর্তমান প্রজন্মের ছেলে-মেয়েদের। নানান কারণে ছৌ নাচের বাজার এখন বেশ ভাল।

advertisement

ছৌ এখন শুধু গ্রামীণ এলাকার বিনোদন নয়, এই লোকনৃত্যর আগ্রহ বাড়ছে শহরাঞ্চলেও। পুরুলিয়ায় বীররসের ছৌ নাচের দলের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গিয়েছে। তার মধ্যে প্রায় ১৫০টি দল সারা বছর বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে। ফলে এই দলগুলির শিল্পীদের মাসিক আয় ১০ হাজার থেকে ৭০ হাজার পর্যন্ত। আর সেই কারণেই এই ছৌ নাচকে ঘিরে নবপ্রজন্মের আগ্রহ বেড়ে চলেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

—শর্মিষ্ঠা ব্যানার্জি

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chhau Dance: বাংলার এই নাচ নেচেই মাসে এখন ইনকাম ৭০ হাজার টাকা! স্কুল-কলেজের ছেলে-মেয়েদেরও রয়েছে দারুণ সুযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল