কাশীপুর বিধানসভার অন্তর্গত পালগা গ্রামে রাত্রের বেলায় এখন নিয়মিতভাবে এই প্রশিক্ষণ চলছে যেখানে গ্রামের প্রায় ৩০ জন যুবক অংশগ্রহণ করে ছৌ নৃত্যের বিভিন্ন কৌশল ও ঐতিহ্যবাহী ভঙ্গিমা রপ্ত করছে। গ্রামের অভিজ্ঞ ছৌ শিল্পীদের তত্ত্বাবধানে গ্রামের যুবকদের এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
এই উদ্যোগের মূল লক্ষ্য হল প্রাচীন লোকসংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং পুরুলিয়ার গৌরবময় ছৌ নৃত্যের ঐতিহ্যকে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা। প্রশিক্ষণের মাধ্যমে যুবকরা যেমন শারীরিক ও মানসিকভাবে দক্ষ হয়ে উঠছে, তেমনই নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি আরও গভীরভাবে অনুপ্রাণিত হচ্ছে।
advertisement
আরও পড়ুন: ২৩৩৮ স্কুল আর থাকছে না উচ্চ প্রাথমিক স্তরে, প্রাথমিকের আওতায় আনা হল পঞ্চম শ্রেণিকে! জানুন
ছৌ নৃত্যের প্রশিক্ষণরত গ্রামের যুবকদের কথায়, “পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছৌ নৃত্যকে বাঁচিয়ে রাখার লক্ষ্যেই আমরা এই প্রশিক্ষণ নিচ্ছি। বংশপরম্পরায় চলে আসা আমাদের এই শিল্প যেন আমাদের মধ্যেও বেঁচে থাকে—সেই চেষ্টায় চালিয়ে যাচ্ছি।”
অন্যদিকে, পালগা কৃষ্ণ কালী ছৌ নৃত্য সমিতির শিল্পীরা জানান, ছৌ নৃত্য পুরুলিয়ার গর্ব। তাই গ্রামের বর্তমান যুবসমাজকে এই শিল্পের প্রতি আগ্রহী করে তুলতে তারা নিরলসভাবে কাজ করে চলেছেন।
আরও পড়ুন: শীতের আমেজে সামান্য টান, উইকেন্ডে ফুরফুরে হাওয়া উধাও! জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে? জানুন ওয়েদার আপডেট
তাঁদের কথায়, “আমাদের গ্রামে বর্তমানে প্রায় ৩০ জন যুবক নিয়মিত ছৌ নৃত্যের প্রশিক্ষণ নিচ্ছে। তারা যদি এই শিল্পকে ভালোবেসে এগিয়ে নিয়ে যায়, তবেই ছৌ নৃত্যের ঐতিহ্য অটুট থাকবে।” এই ধরনের উদ্যোগের মাধ্যমে পুরুলিয়ার লোকসংস্কৃতি নতুন প্রাণ পাচ্ছে এবং ছৌ নৃত্যের ঐতিহ্য আগামী প্রজন্মের হাত ধরে আরও সমৃদ্ধ হয়ে উঠছে।





