এত দিন বাশুলি মন্দিরের পুজো চালিয়ে যাচ্ছিলেন প্রদীপ সিংহ দেও। ১২ টি পরগনা নিয়ে ছাতনা রাজবাড়ি, সেই কারণে ১২ পরগনার রাজবাড়ির প্রতিনিধি এবং স্থানীয় পঞ্চায়েত সমিতির সামনে এই বিবাদের একটি সমাধান খোঁজার চেষ্টা করা হয়। অবশেষে হাঁফ ছেড়ে বাঁচে পুজো প্রেমীরা। একসময় রাজ্য ছিল, রাজত্ব ছিল। আজ নেই কোনও রাজত্ব কিন্তু আছে রাজা এবং রাজ পরিবার।
advertisement
আরও পড়ুন: ভিড় দোকান, চলছে দেদার বেচাকনা! আচমকা হানা ‘ওঁদের’! দুর্গাপুজোর আগে যা ঘটল শহরে…
বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে মানুষের আনাগোনা লেগে থাকলেও কিছুটা উপেক্ষিত থেকে যায় এই রাজবাড়ি। যেন অনেকে জানেনই না এই রাজবাড়ির কথা। তবে পুজো আসছে। প্রস্তুত হচ্ছে রাজবাড়ির ৬০০ বছরের পুজো। মানুষের হাতে ছুটিও মিলছে। ফলেই একদম মিস না করে ঘুরে দেখুন সামন্তভূমের এক টুকরো ইতিহাস।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ছাতনা রাজ বাড়ির দুর্গাপুজোকে নিয়ে থাকে উন্মাদনা। সেই উন্মাদনায় জল ঢেলে যেতে বসেছিল, তবে পারিবারিক বিবাদের জেরে পুজো বন্ধ করতে চান না রাজ পরিবার। বহালতবিয়াতে চলছে প্রস্তুতি।