এই দিন ভোরে নিয়ম মেনে শ্রীরামপুর পঞ্চায়েতের অন্তর্গত অটো স্ট্যান্ড বৈরাগী পাড়া মুড়ি গঙ্গার ঘাটে অনুষ্ঠিত হয় ছট পুজো। এলাকায় বসবাসকারী সকল অবাঙালিরা ছট্টি মাইয়ার আরাধনার জন্য উপস্থিত হন মুড়ি গঙ্গার ধারে। এদিন ভোরে ছট পুজোর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক স্বপন দেবনাথ। অবাঙালিদের এই উৎসবে সামিল হন তিনিও। এই বিষয়ে তাঁর প্রতিক্রিয়া, ‘প্রতিবছরই আমরা এখানে ছট পুজো করি। আমাদের এখানে ধাত্রীগ্রামে ছট পুজো হয়, দামোদর পাড়াতে হয়, শ্রীরামপুর মুড়ি গঙ্গার পাড়ে হয়। আজকে যখন সূর্য উঠল তাঁকে প্রণাম জানিয়ে উপাচার শেষ হল। এখানে আমরা ঠেকুয়া, প্রসাদ, ফল ফলাদি খাওয়াই।
advertisement
আরও পড়ুন: বিসর্জন শোভাযাত্রায় যোগ দিতে হলে চুলে করাতে হবে রং! এ যেন লাল-নীল-সবুজ বাহারি মাথার প্রদর্শনী
পাশাপাশি মন্ত্রী স্বপন দেবনাথ আরও জানিয়েছেন, এই উপলক্ষ্যে এলাকায় শীতবস্ত্র প্রদান করা হয়। বেশ কিছুজন দুঃস্থ মহিলাদের হাতে শীতবস্ত্র প্রদান করা হয়। জানা গিয়েছে, প্রায় আড়াইশো মহিলাদের শীতবস্ত্র দান করা হয়েছে। প্রতি বছরই এই আয়োজন করা হয় বলে জানিয়েছেন স্বপন দেবনাথ। এদিনের অনুষ্ঠানে মন্ত্রী স্বপন দেবনাথ ছাড়াও উপস্থিত ছিলেন পূর্বস্থলী-১ পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক, পূর্ত কর্মাধক্ষ্য পরিমল দেবনাথ, পঞ্চায়েত প্রধান রীতা দেবনাথ, উপপ্রধান স্বপন ঘোষ সহ অনেকে। প্রশাসনের এহেন উদ্যোগ এবং ছট পুজো, দুয়ে মিলে আনন্দে মেতে ওঠে স্থানীয়রা।
বনোয়ারীলাল চৌধুরী