এ বিষয়ে ছট পুজো সমিতির এক সদস্য জানান , প্রতিবছরের মত এ বছরও বহু ভক্তের সমাগম হয়েছিল ছট পুজোয়। পুলিশ প্রশাসন ও পুরসভার পক্ষ থেকে সমস্ত দিক থেকে সহযোগিতা পেয়েছেন। ব্রতীরা সুষ্ঠুভাবেই ছট পুজো দিতে পেরেছে।
আরও পড়ুন: শহিদ জওয়ানের মা-বাবাকে বিশেষ সম্মাননা
শুধুমাত্র সাহেব বাঁধই নয় জেলার অন্যান্য জায়গাতেও ছট পুজোয় ভক্ত সমাগম ছিল চোখে পড়ার মত। পুরুলিয়ার ঝালদা মহকুমার ঝালদা বাঁধাঘাটেও ছট ব্রতীদের ভিড় লক্ষ্য করা যায়। এ বিষয়ে ব্রতী জানান, পরিবারের মঙ্গল কামনায় পুজো দিয়েছেন। সুষ্ঠুভাবেই পুজো সম্পন্ন হয়েছে।
advertisement
বিহার, ঝাড়খণ্ডের পাশাপাশি পশ্চিমবঙ্গের মানুষদের কাছেও ছট একটি বড় উৎসব। আনুষ্ঠানিকভাবে এই দিন ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। রাজ্যের অন্যান্য জেলার তুলনায় পুরুলিয়া জেলাতে ছটের ধুম একটু বেশিই দেখা যায়। হবেনাই বা কেন, এককালে এই জেলা ছিল বিহারের অন্তর্ভুক্ত। পরে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হওয়ার পরেও বহু হিন্দি ভাষাভাষী মানুষ এই জেলায় বসবাস করেন। তাই ছট পুজোয় মেতে ওঠে পুরুলিয়াবাসীরা।
শর্মিষ্ঠা ব্যানার্জি