এদিন এই মামা ভাগ্নের ক্লাবের পরিচালনায় ১৬ টি ক্রিকেট দলের টুর্নামেন্ট শুরু হয়। শুধু দক্ষিণ ২৪ পরগনা নয় এছাড়াও অন্যান্য জেলার বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করেছে দল। মঞ্চ বেঁধে হাজির করানো হয়েছে চিয়ারলিডারকে। আর এদিন মাঠে দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। আয়োজক সূত্রে শুনতে জানা গিয়েছে এই সমস্ত গ্রামীণ এলাকা এখানকার মানুষ মাঠে গিয়ে টিকিট কেটে খেলা দেখার মত সামর্থ্য নেই। এখন আইপিএলের মরশুম চলছে। আর মানুষ এখন টিভির ধাঁচে খেলা দেখতে চায়। তার উপরে মাঠে গিয়ে খেলা দেখতে গেলে এক একজনের টিকিটে হাজার হাজার টাকার দাম। তাই এখানকার মানুষের সেটা সম্ভব না। সেই সমস্ত বিষয়ে মাথায় রেখে এই ধরণের আয়োজন।
advertisement
সারা রাত্রিব্যাপী চলবে এই খেলা টানা দু -দিন ধরে। শুধুমাত্র রাতের বেলায় হবে খেলা। দিনে থাকবে বন্ধ। এছাড়াও দর্শকদের আকর্ষণ করতে সুদূর মুর্শিদাবাদ থেকে আনা হয়েছে খেলা ঘোষণা করার জন্য এক যুবককে। তিনিও টিভির মত করে কমেন্ট্রি করছে যাতে মানুষ একটু বিনোদনের মধ্যেই থাকতে পারে তাই এত বড় আয়োজন। এলাকার দূর-দূরান্ত থেকে প্রচুর দর্শক এসেছে এই খেলা দেখার জন্য।
Suman Saha