আরও পড়ুনঃ একদম সময় নেই হাতে! কালো হয়ে যাবে চারিদিক! ভারী বৃষ্টিতে কাঁপবে দক্ষিণের ৪ জেলা
বহু দিনমজুর ও নিত্যযাত্রী, যারা পুরুলিয়া কাজের সূত্রে আসেন তারা এখান থেকে খাবার পাবেন। পুরুলিয়া পৌরসভা এলাকার সদর হাসপাতালে একটি মা ক্যান্টিন চলছে যেখানে প্রায় প্রত্যেকদিন ৪০০ জনের বেশি মানুষকে খাবার দেওয়া হয়। আরও একটি নতুন মা কিচেনের সংযোজন হল। এতে বহু মানুষ উপকৃত হবে।
advertisement
পুরুলিয়া পৌরসভার পুরপ্রধান নবেন্দু মাহালী বলেন, অনেকে কাজের সন্ধানে এই শহরে আসেন। তাদের খাওয়ার জন্য প্রায় ৫০ থেকে ৬০ টাকা খরচ পড়ে যায়। এতে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় তাদের। তাই সেই সমস্ত মানুষদের কথা চিন্তা করে মাত্র পাঁচ টাকার বিনিময় ভাত, ডাল, সবজি ও ডিম আমরা দিচ্ছি। আগামী দিনে পুরুলিয়া দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতালের হাতোয়ারা ক্যাম্পাসেও মা ক্যান্টিন চালানো হবে বলেও জানান তিনি।
আরও পড়ুনঃ বিষ্ণুপুর ঐতিহ্যের লালবাঁধের জল থেকে এক যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য!
দ্রব্যমূল্যের এই বাজারে মাত্র পাঁচ টাকার বিনিময়ে পেট ভরতিখাবার পাওয়া যাচ্ছে পুরুলিয়ার স্টেশন সংলগ্ন ডাকবাংলো এলাকায়। রাজ্য সরকারের এই উদ্যোগে বহু মানুষ উপকৃত হচ্ছেন।
শর্মিষ্ঠা ব্যানার্জি