পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার অন্তর্গত মেচগ্রাম পূর্ণচন্দ্র গার্লস হাই স্কুলের এবারের দশম শ্রেণীর দুই ছাত্রী সম্বারী মান্ডি ও নন্দিনী মান্ডি। বই ও টিউশন এর অভাবে পড়াশোনা বন্ধ করে দিয়েছিল। দু’জনেরই পড়াশোনার ইচ্ছে রয়েছে অদম্য। স্বপ্ন কলেজ পাশ করে নিজেদের পায়ে দাঁড়ানো। কিন্তু সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবার যেখানে নুন আনতে পান্তা ফুরায়। সেখানে এই স্বপ্ন দিবা কুসুমের মত। তাই পড়ার স্বপ্নকে বাদ রেখে গৃহকাজে মন বসায় ওই দুই ছাত্রী। তবে নতুন করে তাদের এই স্বপ্ন আবারও সাজিয়ে দিচ্ছে পাঁশকুড়ার ছাত্রদল।
advertisement
সামাজিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর পরিবার থেকে উঠে এলেও এস টি কার্ড হয়নি। ফলে পড়াশোনার ক্ষেত্রে, বঞ্চিত সরকারি সুযোগ-সুবিধা থেকে। ওই দুই ছাত্রী তাদের স্বপ্নপূরণের লক্ষ্যে যোগাযোগ করে পাঁশকুড়ার ছাত্রদলের সঙ্গে। পড়াশোনার ইচ্ছে জানায়। পাঁশকুড়ার ছাত্রদল ওদের সঙ্গে দেখা করে ওদের বই খাতা ও টিউশন এর ব্যাবস্থা ব্যবস্থা। ওই দুই ছাত্রীর বাড়িতে গিয়ে পৌঁছে দেয় বই-সহ অন্যান্য শিক্ষা সামগ্রী।
এ বিষয়ে ছাত্রদলের সদস্য তথা গৃহ শিক্ষক পার্থপ্রতিম পতি জানান, ‘ওই দুই ছাত্রীর স্বপ্ন কলেজ পাশ করে নিজেদের পায়ে দাঁড়ানো। কিন্তু সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবার থেকে উঠে আসায় ওই দুই ছাত্রীর দশম শ্রেণীতে ওঠার পরেই পড়াশোনা বন্ধ হয়ে যায়। পড়াশোনা চালিয়ে যেতে আমরা সমস্ত অসহায় ছাত্র ছাত্রীদের পাশে আছি। বই খাতা ও টিউশনির ব্যবস্থা করে দেওয়া হয়েছে।’ সামাজিকভাবে পিছিয়ে থাকা শ্রেণীর এই দুই ছাত্রী যতদূর পর্যন্ত পড়াশোনা করবে তার ব্যবস্থা গ্রহণ করেছে পাঁশকুড়ার ছাত্রদল।
সৈকত শী