TRENDING:

ত্রিপল চাইতে এসে হুলস্থূল! চড়-থাপ্পড় থেকে শুরু করে কটূক্তি, তারপর...

Last Updated:

বিরোধীরা এলাকা উত্তপ্ত করার জন্যই এই কাজ করেছে বলে অভিযোগ করেন পঞ্চায়েত সমিতির সভাপতি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#তমলুক: বিডিও অফিসের ভেতরে ঢুকে তাণ্ডব! অফিসে ঢুকে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং দুই কর্মাধ্যক্ষের ওপর হামলা চালানো এবং তাঁদের মারধরের ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা তমলুকের শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির অফিস চত্বরে৷  অভিযুক্তদের মধ্যে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ৷
Chaos in Tamluk's panchayat samiti, police arrested two- Photo- Representative
Chaos in Tamluk's panchayat samiti, police arrested two- Photo- Representative
advertisement

পঞ্চায়েত সমিতির অফিসে ঢুকে চড় থাপ্পড় মারধর এবং খুনের হুমকি খোদ সভাপতি এবং দুজন কর্মাধ্যক্ষকে৷  ত্রিপল চাইতে গিয়ে তমলুকের শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি এবং দুজন কর্মাধ্যক্ষকে প্রথমে কটূক্তি, পরে তাদের ওপর অতর্কিতে হামলা এবং মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগ উঠেছে কয়েকজন দুষ্কৃতির বিরুদ্ধে। খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। অভিযুক্তদের মধ্যে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তমলুকের শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়৷

advertisement

আরও পড়ুন- Shubman Gill: ম্যান অফ দ্য ম্যাচ হয়ে কাকে উৎসর্গ করলেন ট্রফি, শুভমান গিলে নিজেই জানালেন

তমলুকের শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি অন্তর্গত জানুবসান এলাকার শেখ রাজু ও সেখ নাসির সহ আরো দুজন ব্যক্তি পঞ্চায়েত সমিতিতে গিয়েছিলেন ত্রিপলের জন্য। আবেদন- নিবেদন করার মধ্যেই ক্ষিপ্ত হয়ে গিয়ে অভিযুক্ত যুবকরা পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ হাজরাকে অফিসে ঢুকে কটূক্তি করে, হামলা চালায় এবং খুনের হুমকিও দেয়।

advertisement

আরও পড়ুন - Subhman Gill Century: শোনা যায় সচিনের মেয়ের সঙ্গে তাঁর মন দেয়া-নেওয়া! সেই সচিনের ২৪ বছরের রেকর্ড ভাঙলেন শুভমান

ঘটনার সময় পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অলকেশ সামন্ত ও জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ আহসান উল্লাকে মারধর করে বলে অভিযোগ। এরপর ওই উত্তেজিত ৪ যুবক চম্পট দেওয়ার চেষ্টা করলে ব্লক চত্বরে দুই যুবক শেখ রাজু ও শেখ নাসীদকে ধরে ফেলে। পরে তমলুক থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ হাজরার অভিযোগ, ‘‘চার যুবক মদ্যপ অবস্থায় এসে ত্রিপল চায়। ওঁদের দরখাস্ত আনতে বলার পরেই ওঁরা কর্মাধ্যক্ষ সহ বেশ কয়েকজন যুবককে মারধর করা শুরু করে। আমার রুমে এসে আমাকে হুমকি ও কটূক্তি করে। যদিও দুই যুবক আমার পঞ্চায়েত সমিতি হলেও বাকি দুই যুবক তমলুক শহরের।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

বিরোধীরা এলাকা উত্তপ্ত করার জন্যই এই কাজ করেছে বলে অভিযোগ করেন পঞ্চায়েত সমিতির সভাপতি। ইতিমধ্যে তমলুক থানার পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতি এই অভিযুক্তরা। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ত্রিপল চাইতে এসে হুলস্থূল! চড়-থাপ্পড় থেকে শুরু করে কটূক্তি, তারপর...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল