জিম্বাবোয়েতে ভারতীয় ব্যাটসম্যান হিসাবে, মাত্র ৪ জন ক্রিকেটার ওয়ানডেতে ১২০-র বেশি রান করতে পেরেছিলেন। অম্বাতি রায়ডু ২০১৫ তে অপরাজিত ১২৪ রান করেছিলেন, সচিন ২০০১এ অপরাজিত ১২২ এবং যুবরাজ সিং ২০০৫ এ ১২০ রান করেছিলেন। রোহিত ও রাহুল জিম্বাবোয়েতেই ওয়ানডে অভিষেক সেঞ্চুরি করেছিলেন। (AFP)