বৃহস্পতিবার হুগলির চন্দননগরে রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হয় এই বিশেষ বৈজ্ঞানিক সেমিনার ও কর্মশালা। ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানভিত্তিক বিষয়ের উপরে আগ্রহী করে তুলতে যুক্ত হন বিশিষ্ট বিজ্ঞানীরা। চন্দননগরের বিভিন্ন বিদ্যালয় মিলিয়ে প্রায় সাড়ে চারশো ছাত্র-ছাত্রী অংশ নেয় এই কর্মসূচিতে। আগামী দিনে বিজ্ঞানমনস্ক প্রজন্ম তৈরি করতে এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে বৈজ্ঞানিক চিন্তাধারা বিকাশের উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়।
advertisement
এদিনের কর্মসূচি আয়োজিত হয় CSIR – Central Glass and Ceramic Research Institute, Kolkata-এর পক্ষ থেকে। প্রদর্শনীতে বিজ্ঞানীরা নিজেদের গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন ও বৈজ্ঞানিক প্রয়োগের নানা দিক তুলে ধরেন। এছাড়াও, লাইভ সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট ও ডেমোনস্ট্রেশনের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের হাতে-কলমে বিজ্ঞান শেখার সুযোগ দেওয়া হয়।
একজন উপস্থিত বিজ্ঞানী জানান, এমন বিভিন্ন বিজ্ঞানভিত্তিক বিষয়ক রয়েছে যেগুলি দেশের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়। সেই কারণে এগুলি বাইরের দেশ থেকে আমদানি করার বদলে নিজেদের দেশেই তৈরি করার ব্যবস্থা করেন বিজ্ঞানীরা। দেশে যত বিজ্ঞানভিত্তিক পড়াশোনার প্রতি ছাত্রছাত্রীরা আগ্রহী হবে দেশ তত এগোবে। সেই কারণেই ছাত্রছাত্রীদের বিজ্ঞানভিত্তিক পড়াশোনার প্রতি আগ্রহী করতে তাদের হাতে কলমে প্রশিক্ষণ দিতে এসেছেন ৬ সদস্যের একটি বিজ্ঞানীর দল।
বৈজ্ঞানিক মহলের মতে, এমন উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে গবেষণামুখী চিন্তাধারার দিকে উদ্বুদ্ধ করবে এবং দেশের বিজ্ঞানচর্চাকে আরও শক্ত ভিত্তির উপর দাঁড় করাবে।