তাই ওই আবাসনের পার্শ্ববর্তী এলাকার মানুষদের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে বহুতলটি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিসে ৭ দিনের মধ্যে বাড়ি এবং জমির নথিপত্র নিয়ে পুরনিগমে যোগাযোগ করার কথাও জানানো হয়েছে।
আরও পড়ুন: শীতে ক’দিন টানা স্নান না করলে ক্ষতি নেই? রোজ স্নান করা কি আদৌ ভাল? ভুল জেনেই রোগের আখড়া হচ্ছে শরীর
advertisement
কলকাতার বাঘাযতীনে বহুতল ভেঙে পড়ার ঘটনার পরই বাগুইআটির জগৎপুরের নেতাজি পল্লীতে পরপর দুটি বিল্ডিং হেলে পড়ার বিষয়টি নজরে আসে। দেখা যায় একটি বহুতলের গায়ে আরেকটি বহুতল হেলে রয়েছে।
কলকাতা-সহ শহরতলীর বেশকিছু বহুতল আবাসনের এমনই বিপজ্জনক অবস্থা থাকায় সেই সমস্ত বাড়িগুলিকে চিহ্নিত করে খালি করার নির্দেশ ইতিমধ্যেই নগর উন্নয়ন দফতরের মন্ত্রী তথা মহানাগরী ফিরহাদ হাকিম ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সক্রিয় হওয়া নির্দেশ দিয়েছেন।
সেই নির্দেশের পরই বিধাননগর পৌর নিগমের তরফে জারি করা হয়েছে এই নোটিস বলে জানা গিয়েছে। এদিন নির্দেশ নামা পোস্টার সাঁটিয়ে দিতেও দেখা যায় বিপজ্জনক এই বহুতলের গায়ে। যেখানে বহুতল খালির নির্দেশিকা জারি করা হয়েছে।
Rudra Narayan Roy