বরাবরই দক্ষিণ চব্বিশ পরগনা এলাকার ভাঙ্গড় বিধানসভা কেন্দ্রে খবরের শিরোনামে উঠে এসেছে বিভিন্ন রাজনৈতিক হানাহানি থেকে শুরু করে গন্ডগোলের প্রতিচ্ছবি। আর তাই ভোট মিটে গেলেও আজও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে বিভিন্ন স্কুল কলেজে আর যার জন্য অস্বস্তির কারণ হয়ে উঠেছে। মাঝেমধ্যে এই স্কুল কলেজ খোলার দাবিতে স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা বিক্ষোভ করতেও দেখা গিয়েছে।
advertisement
স্কুলের কেন্দ্রীয় বাহিনী থাকায় ঠিকভাবে পঠন-পাঠন হচ্ছে না। যার জন্য ভাঙড় মহাবিদ্যালয় চতুর্থ সেমিস্টারের পরীক্ষা ও বাতিল করতে হয়েছে কলেজের পক্ষ থেকে। স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের দাবি তুলেছে এইভাবে কেন্দ্রীয় বাহিনী থাকলে পড়াশোনার যতটা সমস্যা হচ্ছে তার পাশাপাশি স্কুলে ঠিকঠাকভাবে ক্লাসও করা যাচ্ছে না তাই অবিলম্বে যদি কেন্দ্রীয় বাহিনী স্কুল থেকে না উঠলে তারা আন্দোলনে নামবে বলে এমনটাই হুঁশিয়ারি দিয়েছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সুমন সাহা