দীর্ঘদিন ধরে গৌরাঙ্গ সেতুর ভগ্নপ্রায় দশা রয়েছে। বেশ কয়েক মাস আগে সেতুর একাংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। যদিও সাময়িকভাবে সেটি মেরামত করা হলেও এখনও সেতুর সার্বিক অবস্থা পুরোপুরি ঠিক হয়নি। উপরন্ত এই সেতুর উপর দিয়ে বিশেষ করে রাতের বেলা অতিরিক্ত ভারী যানবাহন চলাচল করে সেতুর অবস্থা আরও সংকটজনক হয়ে উঠছে।
আরও পড়ুন: গাছের আম পাড়া নিয়ে বিবাদ, দাদার হাতে খুন ভাই! নৃশংসতায় হতবাক নিউ টাউন
advertisement
তাছাড়াও সদ্য নবদ্বীপ সংলগ্ন গৌরাঙ্গ সেতুর শুরুর দিকে গড়ে উঠেছে দুপাশে বেশ কিছু দোকানপাট যাতে সন্ধ্যেবেলা বসে তরুণ প্রজন্মদের দেদার আড্ডা। সেই সমস্ত জায়গাতেও একাধিক সময় অভিযোগ ওঠে বেশ কিছু দুষ্কর্মের। সেই সমস্ত কিছু এড়াতে এবং সর্বোপরি পথ চলতি সাধারণ মানুষের সুরক্ষার জন্যে এই ক্যামেরা বসানো হয়েছে বলে জানা যায় প্রশাসন সূত্র মারফত।
আরও পড়ুন: দিঘার সমুদ্রে ‘বিপর্যয়’, থিকথিক করছে …! দলা-দলা এসব কী? পায়ের তলার একবার লাগলেই…
এদিন নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক জলেশ্বর তিওয়ারি জানান, “কৃষ্ণনগর জেলা পুলিশের এসপি সাহেবের নির্দেশে এই সিসি ক্যামেরা বসানো হয়েছে। আপাতত সেতুর দুই মুখে দুটি এবং মাঝখানে একটি মোট তিনটি ক্যামেরা বসানো হয়েছে। ভবিষ্যতে সাধারণ মানুষের সুরক্ষার তাগিদে ক্যামেরার সংখ্যা আরো বাড়ানো হবে।”