East Bardhaman News: পোষ্য বিড়ালদের খাবার দেওয়া নিয়ে বচসা! বিবাদের মাঝেই আচমকা ধাক্কা ভাড়াটের, সিঁড়ি থেকে পড়ে বাড়িওয়ালার মৃত্যু
- Reported by:Sayani Sarkar
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
East Bardhaman News: মৃতের ভাই বলেন, তর্কাতর্কির মাঝে উনি হঠাৎ দাদাকে ধাক্কা দেন। দাদা প্রায় ১০-১১টা সিঁড়ি থেকে নীচে এসে পড়ে। আমি যখন দেখি দাদা তখন অচৈতন্য অবস্থায় পড়ে ছিল।
বর্ধমান, সায়নী সরকারঃ পোষ্য বিড়ালদের খাবার দেওয়াকে কেন্দ্র করে বাড়ির মালিক ও ভাড়াটের মধ্যে বচসা। তার জেরে বাড়ির মালিককে ধাক্কা দেন ভাড়াটে। নিয়ন্ত্রণ রাখতে না পেরে সিঁড়ি থেকে পড়ে গিয়ে গুরুতরভাবে জখম হন বাড়ির মালিক। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। মৃতের নাম সন্দীপ দত্ত (৫২)। বাড়ি বর্ধমান শহরের বিজয় পল্লী কালনা রোড এলাকায়।
মৃতের পরিবারের অভিযোগের পরিপেক্ষিতে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়। ইতিমধ্যেই ভাড়াটে সোমনাথ রায়কে গ্রেফতার করেছে বর্ধমান থানার পুলিশ। রবিবার ধৃতকে পুলিশের পক্ষ থেকে বর্ধমান আদালতে পেশ করা হয়। মৃতের পরিবারের অভিযোগ, গতকাল রাতে সন্দীপ দত্ত বাড়ির পোষ্য বিড়ালদের খাবার দিতে গেলে খাবার দেওয়াকে কেন্দ্র করে ভাড়াটে সোমনাথ রায়ের সঙ্গে বচসা হয়।
advertisement
আরও পড়ুনঃ হাওড়ায় রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা! বেপরোয়া বাইক কেড়ে নিল মহিলা পথচারীর প্রাণ, বাঁচলেন না চালক নিজেও
অভিযোগ, সেই বচসাকালীন হঠাৎ সন্দীপবাবুকে ধাক্কা মারেন তাঁর বাড়ির ভাড়াটে। আচমকা ধাক্কার ফলে নিয়ন্ত্রণ রাখতে না পেরে সিঁড়ি থেকে পড়ে গিয়ে গুরুতরভাবে জখম হন সন্দীপবাবু। আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মৃতের ভাই সুরজিৎ দত্ত বলেন, আমাদের বাড়িতে এমন অনেক বিড়াল আছে। শীতকাল বলে বিড়ালগুলি বাড়ি সিঁড়ির তলায় ঢুকে শুয়ে থাকে। আমাদের বাড়ির এক ভাড়াটিয়া বলে বিড়ালগুলি যেন এভাবে না থাকে। আমার দাদা পাল্টা বলে, আপনার যদি অসুবিধা থাকে বাড়ি ভাড়া ছেড়ে দিন। এই তর্কাতর্কির মাঝে উনি হঠাৎ দাদাকে ঠেলে দেন। দাদা প্রায় ১০-১১টা সিঁড়ি থেকে নীচে এসে পড়ে। আমি যখন দেখি দাদা তখন অচৈতন্য অবস্থায় পড়ে ছিল। আমার বন্ধুবান্ধবদের ডেকে দাদাকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
Dec 21, 2025 6:25 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: পোষ্য বিড়ালদের খাবার দেওয়া নিয়ে বচসা! বিবাদের মাঝেই আচমকা ধাক্কা ভাড়াটের, সিঁড়ি থেকে পড়ে বাড়িওয়ালার মৃত্যু








