Road Accident: হাওড়ায় রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা! বেপরোয়া বাইক কেড়ে নিল মহিলা পথচারীর প্রাণ, বাঁচলেন না চালক নিজেও
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Road Accident: রাতের রাস্তায় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন পথচারী ও বাইক চালক। আহতদের উদ্ধার করে হাসপাতালের নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।
হাওড়া, রাকেশ মাইতিঃ হাওড়ায় ফের ভয়াবহ দুর্ঘটনা। শীতের রাতে প্রাণ হারালেন পথচারী সহ এক বাইক চালক। ১৬ নং জাতীয় সড়কের নিবিড়ায় এক মহিলা যাত্রী বাস ধরতে রাস্তার উপর দাঁড়িয়েছিলেন। সেই সময় দুরন্ত গতিতে ছুটে আসা বাইক তাঁকে ধাক্কা মারে, রাস্তায় ছিটকে পড়েন ওই মহিলা। বাইকে থাকা চালক সহ আরেক আরোহীও পড়ে যান। মহিলার মুখ ও মাথায় চোট লাগে।
রাতের রাস্তায় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান পথচারী ও বাইক চালক। হাওড়া কোনা ট্রাফিক গার্ড অফিস সংলগ্ন নিবড়ায় ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনা ঘটা মাত্রই আহতদের উদ্ধার করে হাসপাতালের নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। ঘটনায় পথচারী ও চালকের মৃত্যু হয়েছে। বাইকের অন্য আরোহী গুরুতর জখম।
আরও পড়ুনঃ কনকনে ঠাণ্ডায় জমজমাট দিঘা ভ্রমণ! রবিবাসরীয় সকালে সমুদ্র সৈকতে থিকথিকে ভিড়, দেখুন ছবি
স্থানীয় ও পথচলতি মানুষের কথায়, জাতীয় সড়ক এবং সার্ভিস রোড বিপজ্জনক। দুরন্ত গতিতে গাড়ি চলছে। ফুট ওভারব্রিজ থাকা সত্ত্বেও বহু মানুষ অবৈধভাবে জাতীয় সড়ক পারাপার করছেন। সড়কের পার্শ্ববর্তী ও অন্যান্য জায়গায় সড়ক দখল করে আবর্জনা ও ইমারতী দ্রব্য রাখাও দুর্ঘটনার আশঙ্কা বাড়াচ্ছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই প্রসঙ্গে স্থানীয় হানিফ শেখ জানান, রাস্তার পার্শ্ববর্তীতে যত্রতত্র ইমারতি দ্রব্য পড়ে রয়েছে। মানুষ বাধ্য হয়ে রাস্তার উপর দাঁড়িয়ে বাসের অপেক্ষা করছেন। এই বিষয়ে একাধিকবার জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে লিখিত জানিয়েও সুরাহা হয়নি। নিবড়া থেকে সরস্বতী ব্রিজ পর্যন্ত জাতীয় সড়ক বিপজ্জজনক হয়ে রয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Haora (Howrah),Haora,West Bengal
First Published :
Dec 21, 2025 5:48 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Road Accident: হাওড়ায় রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা! বেপরোয়া বাইক কেড়ে নিল মহিলা পথচারীর প্রাণ, বাঁচলেন না চালক নিজেও










