মহেশতলায় মর্মান্তিক রেল দুর্ঘটনা! ট্রেনের ধাক্কায় মহিলার দেহ ছিটকে পড়ল খালে!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
রবিবার সন্ধ্যায় এক মর্মান্তিক রেল দুর্ঘটনা ঘটল বজবজ-শিয়ালদা শাখায়। জানা গিয়েছ, বাটানগর রেল ব্রিজের কাছে চলন্ত ট্রেনের ধাক্কায় এক মহিলার দেহ ছিটকে খালে গিয়ে পড়ে।
বাটানগর: রবিবার সন্ধ্যায় এক মর্মান্তিক রেল দুর্ঘটনা ঘটল বজবজ-শিয়ালদা শাখায়। জানা গিয়েছ, বাটানগর রেল ব্রিজের কাছে চলন্ত ট্রেনের ধাক্কায় এক মহিলার দেহ ছিটকে খালে গিয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যার সময় হঠাৎ একটি বিকট আওয়াজ শুনে তারা ছুটে আসেন। সেই সময়েই তাঁরা দেহ খালে পড়ে থাকতে দেখেন। এরপরেই তড়িঘড়ি মহিলার বাড়িতে খবর দেওয়া হয়। জানা গিয়েছে, মৃত মহিলার বাড়ি মহেশতলা ২৭ নম্বর ওয়ার্ডের তালতলার কলোনিতে। মৃত মহিলার নাম জানা গিয়েছে মৌমিতা মজুমদার, বয়স ৬৩ বছর।
এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় মহেশতলা থানার পুলিশ, ও রেল পুলিশ আধিকারিকরা, খাল থেকে মহিলার দেহ উদ্ধার করে নিয়ে যান রেল পুলিশের আধিকারিকরা ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 21, 2025 8:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মহেশতলায় মর্মান্তিক রেল দুর্ঘটনা! ট্রেনের ধাক্কায় মহিলার দেহ ছিটকে পড়ল খালে!







