পরিবার সুত্রে জানা যায়, মৃত শিশু কন্যার নাম নুসরত জাহান (৩), বাড়ি ধুলিয়ান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খরবোনা এলাকায়। স্থানীয় সুত্রে জানা যায়, গত রবিবার সকালে মায়ের সঙ্গে মামার বাড়ি একটি অনুষ্ঠানে আসে নুসরত।
advertisement
পুকুর থেকে উদ্ধার দেহ
তারপর রবিবার দুপুর থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছিল না তার। বহু খোঁজা খুঁজির পর সোমবার সকালে সামশেরগঞ্জ থানায় একটি নিখোঁজ ডাইরি দায়ের করে পরিবারের পক্ষ থেকে।
অবশেষে মঙ্গলবার ভোর নাগাদ মামার বাড়ির আসেপাশে সিসিটিভি ফুটেজ চেক করতে গিয়ে দেখা যায় শিশু কন্যা একটি পুকুরে অসাবধানতাবশত পড়ে যাচ্ছে। রবিবার মামার বাড়ির অনুষ্ঠানে এসে সে বাড়ির বাইরে ঘোরাফেরা করতে গিয়ে পুকুরে পড়ে যায় বলে জানা যায় স্থানীয় সুত্রে জানা যায়।
সোমবার সন্ধ্যা নাগাদ সিসিটিভি ফুটেজ দেখার পর শিশু কন্যার দেহ উদ্ধারে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। পরে মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।