Success Story: সংসারে দায়িত্ব পালন করতে গিয়ে মাধ্যমিক পাশও করা হয়নি, ড্রাইভার স্বামী পিছনে থেকেছেন, মেয়ের সঙ্গে কাঁধ কাঁধ মিলিয়ে এমএ পরীক্ষা দেবেন মা

Last Updated:

Inspiring Story: ৪৫ বছর বয়সে মেয়ের সঙ্গে বিএ পাশ মায়ের! একসঙ্গে এমএ-র গণ্ডিও উতরাতে চান আগরপাড়ার সঙ্গীতা৷ 

মা ও মেয়ে একসঙ্গে দিচ্ছে  এম এ পরীক্ষা
মা ও মেয়ে একসঙ্গে দিচ্ছে এম এ পরীক্ষা
কলকাতা:  ১৯৯৬ সালে মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন সঙ্গীতা। সে বার গণিতে অকৃতকার্য হন। তার পর আর পড়াশোনা করা হয়নি তাঁর। তার পর বিয়ে, সন্তান, ঘরসংসার…। স্বপ্ন ছিল, স্নাতক হবেন। এত কিছুর মাঝেও স্বপ্ন দেখা ছাড়েননি।
মায়ের বয়স ৪৫, মেয়ের ২১। তাতে কী? স্বপ্ন দেখার কি কোনও বয়স হয়? মেয়ের সঙ্গে বিএ পাশ করে সেটাই প্রমাণ করে দেখালেন উত্তর ২৪ পরগনার আগরপাড়ার বাসিন্দা সঙ্গীতা দে। তা-ও ৭৫ শতাংশ নম্বর নিয়ে! পরের লক্ষ্য স্নাতকোত্তর। মেয়ের সঙ্গেই সাংবাদিকতা এবং গণজ্ঞাপন নিয়ে স্নাতকোত্তর স্তরের পড়াশোনা করতে চান মা।
advertisement
advertisement
১৯৯৬ সালে মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন সঙ্গীতা। সে বার গণিতে অকৃতকার্য হন। তার পর আর পড়াশোনা করা হয়নি তাঁর। তার পর বিয়ে, সন্তান, ঘরসংসার…। স্বপ্ন ছিল, স্নাতক হবেন। এত কিছুর মাঝেও স্বপ্ন দেখা ছাড়েননি। ২০১৯ সালে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে আবার মাধ্যমিক দেন সঙ্গীতা, ২৪ বছর পর! পরের ধাপ উচ্চমাধ্যমিক। সে জন্য নতুন করে স্কুলেও ভর্তি হন সঙ্গীতা। ছোট মেয়ে সহেলীও তখন একাদশ শ্রেণিতে। তখন অবশ্য মা-মেয়ের আলাদা স্কুল। মা পড়তেন বেলঘরিয়ার নন্দননগর আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়, মেয়ে পড়তেন বেলঘরিয়া মহাকালী গার্লস হাইস্কুলে।
advertisement
উচ্চমাধ্যমিক থেকে বিএ সবই পাশ করেছেন মেয়ের সঙ্গে
উচ্চমাধ্যমিক থেকে বিএ সবই পাশ করেছেন মেয়ের সঙ্গে
২০২২ সালে মেয়ের সঙ্গেই উচ্চমাধ্যমিক দেন সঙ্গীতা। মা পান ৪৩৮, মেয়ে ৩৯৭। দু’জনে মিলে ভর্তি হন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ শ্যামবাজারের মহারাজা মণীন্দ্রচন্দ্র কলেজে। সেখানে একে একে ছ’টি সেমিস্টারের গণ্ডি পেরিয়ে বিএ পাশ করেছেন মা-মেয়ে। চূড়ান্ত সেমিস্টারের ফলপ্রকাশ হয়েছে শুক্রবার। দেখা গিয়েছে, একসঙ্গে স্নাতক হয়েছেন দু’জনেই। এ বার মেয়ে পেয়েছেন ৮০ শতাংশ নম্বর, মা ৭৫ শতাংশ!
advertisement
তবে সংসারের বোঝা সামলে আগরপাড়া থেকে রোজ শ্যামবাজারের কলেজে গিয়ে ক্লাস করা সহজ ছিল না। ভোরে উঠে পরিবারের সকলের জন্য রান্না করা, তার পর পাড়ার পাঁচ শিশুকে পড়ানো, কলেজের জন্য তৈরি হওয়া, তার পর নাকেমুখে কিছু গুঁজেই ছুট— গত তিন বছর ধরে এটাই ছিল সঙ্গীতার রোজকার রুটিন। তার উপর সংসার চালানোর জন্য টুকটাক সেলাইয়ের কাজও করেন সঙ্গীতা। এ সবের পাশাপাশি গান এবং নাটকের প্রতি আগ্রহ রয়েছে তাঁর। গান শেখেন, একটি নাটকের দলেও যুক্ত রয়েছেন। বছর ৪৫-এর গৃহবধূর কথায়, ‘‘স্নাতক স্তরের শংসাপত্র হাতে পাব, এটা আমার স্বপ্ন ছিল। এর পর এমএ করার ইচ্ছে রয়েছে। যদি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাই, তা হলেই এমএ করব। তা ছাড়া, একটা চাকরিও দরকার, তা হলে স্বামীকে কিছুটা সাহায্য করতে পারব।’’ স্নাতক স্তরে মেয়ের চেয়ে কম নম্বর পেয়ে কী বলছেন মা? সঙ্গীতা বলেন, ‘‘সহেলী খুবই বুদ্ধিমতী এবং পরিশ্রমী। ও আমার চেয়ে বেশি নম্বর পেয়েছে, তাতে আমি খুব খুশি!’’
advertisement
সঙ্গীতার স্বামী স্বপন দে পেশায় গাড়িচালক। মা-মেয়ের এই সফরে পাশে ছিলেন তিনিও। ১৯৯৬ সালে মাধ্যমিক দেওয়ার তিন মাস পরেই আগরপাড়ার বাসিন্দা স্বপনের সঙ্গে বিয়ে হয়ে যায় সঙ্গীতার। পরের বছর তাঁদের বড় মেয়ে শর্মিষ্ঠা জন্মায়। তার পর সংসারের চাপে পড়াশোনা একপ্রকার বন্ধ হয়ে যায় মায়ের। ২০০৪ সালে জন্মায় ছোট মেয়ে সহেলী। ছোট মেয়ে কিছুটা বড় হওয়ার পর ফের পড়াশোনা শুরু করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন মা।
advertisement
মায়ের সঙ্গে তিন বছর একই কলেজে, একই শ্রেণিকক্ষে বসতে কেমন লেগেছে সহেলীর? বছর একুশের তরুণী জানাচ্ছেন, মায়ের সঙ্গে একই বে়ঞ্চে বসতেন। কখনও মনে হয়নি বয়সের ব্যবধান রয়েছে দু’জনের। কলেজ শেষে বন্ধুদের সঙ্গে চুটিয়ে গল্পও করেছেন। মা কখনও বাধা দেননি। মা-ও বলছেন একই কথা। সঙ্গীতা বলেন, ‘‘আমি সকলের সঙ্গে সহজে মিশে যেতে পারি। মেয়েকেও কখনও বন্ধুদের সঙ্গে মেলামেশা, গল্প করা নিয়ে বাধা দিইনি। প্রথম প্রথম মনে হত, একই কলেজে ভর্তি হয়ে কি কোনও ভুল করলাম? মনে হত, এই বয়সে কলেজ জীবনে আমার জন্য ওর কোনও অসুবিধা হবে না তো? তাই ওকে বাধা দিতাম না।’’ মণীন্দ্র কলেজের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের প্রধান বিশ্বজিৎ দাসের কথায়, ‘‘সঙ্গীতা সত্যিই অনুপ্রেরণা! খুব ভাল নম্বর পেয়ে পাশ করেছেন মা-মেয়ে। মেয়ের বন্ধুদের সঙ্গেও মায়ের বন্ধুত্ব ছিল। সঙ্গীতা দৃষ্টান্ত তৈরি করে দিলেন যে পড়াশোনার কোনও বয়স হয় না!’’
advertisement
স্নাতকের পর এ বার মেয়ের সঙ্গে উচ্চশিক্ষাও করার ইচ্ছা রয়েছে সঙ্গীতার। ইতিমধ্যেই স্নাতকোত্তরের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের একাধিক কলেজে আবেদন করেছেন মা-মেয়ে। এখন অপেক্ষার পালা।
Subir Dey
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Success Story: সংসারে দায়িত্ব পালন করতে গিয়ে মাধ্যমিক পাশও করা হয়নি, ড্রাইভার স্বামী পিছনে থেকেছেন, মেয়ের সঙ্গে কাঁধ কাঁধ মিলিয়ে এমএ পরীক্ষা দেবেন মা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement