Daughter and Father: ‘মেয়ে চাইনি’ বলে রোজ বউকে কথা শোনাত বর, সকালে উঠে দেখল তিন মাসের মেয়েটা নড়ছে না...
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Daughter and Father: তিন মাসের কন্যা সন্তানের খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে, গ্রেফতার অভিযুক্ত
শিলিগুড়ি: অমানবিক ঘটনার সাক্ষী থাকলো শহর শিলিগুড়ি। ভক্তিনগর থানার অন্তর্গত প্রকাশ নগর এলাকায় তিন মাস বয়সী কন্যা সন্তানকে খুনের অভিযোগ উঠলো তারই বাবার বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির জন্মের পর থেকেই পরিবারে অশান্তি শুরু হয়। অভিযোগ, বাবা রাহুল মাহাতো কন্যা সন্তানের জন্ম মেনে নিতে পারেননি। সেই কারণেই স্ত্রী প্রিয়াঙ্কা কুমারীর ওপর নানা ভাবে চাপ সৃষ্টি করতেন তিনি। এমনকি, একাধিকবার কন্যাকে মেরে ফেলার হুমকিও দিয়েছিলেন বলে দাবি করেছেন শিশুর মা।
ঘটনার দিন, মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে প্রিয়াঙ্কা দেখেন তার মেয়ে কোনও নড়াচড়া করছে না। সঙ্গে সঙ্গে তিনি পরিবারের লোকেদের খবর দেন এবং দ্রুত শিশুটিকে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে। সেখানেই কর্তব্যরত চিকিৎসকেরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।
advertisement
advertisement
এরপরেই খবর যায় পুলিশের কাছে। ভক্তিনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ময়নাতদন্তে পাঠায় এবং অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাবা রাহুল মাহাতোকে গ্রেফতার করে।
advertisement

পুলিশ খতিয়ে দেখছে পুরো বিষয়টি
তবে এই ঘটনার পর নতুন মোড় নেয় মামলা। রাহুলের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাঁকে মিথ্যে ফাঁসানো হচ্ছে। তাদের বক্তব্য, শিশুটির মৃত্যু স্বাভাবিক কারণে হয়েছে।
advertisement
এদিকে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তারা জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। পাশাপাশি শিশুটির মা ও বাবার মধ্যে পারিবারিক সম্পর্ক, অতীতের অশান্তি এবং প্রতিবেশীদের বক্তব্য সবকিছু খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তিন মাসের একটি নিরপরাধ প্রাণ এভাবে অকালে ঝরে যাওয়ায় শোক ও ক্ষোভে ফেটে পড়েছেন প্রতিবেশীরাও।
advertisement
Ricktick Bhattachrya
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 26, 2025 12:07 PM IST