তবে শুধু তাপস সাহা একা নন, গতকাল বিকেলে একই সঙ্গে তেহট্টের বিধায়কের আপ্ত সহায়ক প্রবীর কয়ালের হাওড়ার শ্যমপুরের বাড়ি সহ তিনটি জায়গায় তল্লাশি একযোগে তল্লা্শি শুরু করে সিবিআই৷ প্রত্যেক জায়গাতেই এ দিন সকাল পর্যন্ত ছিলেন সিবিআই কর্তারা৷
আরও পড়ুন: তাপসের বাড়িতেও পুকুর রহস্য, তৃণমূল বিধায়কের বাগানে পোড়া ছাই কীসের! খুঁজছে CBI
advertisement
তেহট্টের তৃণমূল বিধায়কের বিরুদ্ধেও সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিপুল পরিমাণ টাকা তোলার অভিযোগ রয়েছে৷ কলকাতা হাইকোর্টের নির্দেশেই তৃণমূল বিধায়কের বিরুদ্ধে তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷
গতকাল বিকেলে তাপস সাহার বাড়ি এবং সংলগ্ন কার্যালয়ে প্রথমে তল্লাশি শুরু করেন সিবিআই কর্তারা৷ একই সঙ্গে তৃণমূল বিধায়ককে শুরু হয় জিজ্ঞাসাবাদ৷ কয়েক ঘণ্টা পর রাতেই তাপস সাহাকে বাড়ি থেকে বের করে নিয়ে তেহট্টেরই বি আর আম্বেদকর কলেজে নিয়ে গিয়ে তল্লাশি চালান সিবিআই কর্তারা৷ ঘণ্টা দুয়েক পর তাপসকে ফের তাঁর বাড়িতে ফিরিয়ে আনা হয়৷ তাপসের বাড়ি ও অফিসে অভিযান চালিয়ে বেশকিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলে সিবিআই সূত্রে দাবি৷
আরও পড়ুন: গ্রেফতার জীবনকৃষ্ণ, ঘুম ছুটেছে এক প্রধান শিক্ষকের! অন্য কাণ্ড রঘুনাথগঞ্জে, স্কুলের ভিতরে কী আছে?
এর পর এ দিন ভোর থেকে ফের সিবিআই তৎপরতা শুরু হয়৷ তৃণমূল বিধায়কের বাড়ির পিছনের দিকে থাকা বাগান এবং পুকুর পাড় সংলগ্ন জায়গা ঘুরে দেখেন সিবিআই কর্তারা৷ ওই বাগানেই গতকাল যে পোড়া ছাই এবং আধপোড়া কাগজ মিলেছিল, তারও নমুনা সংগ্রহ করেন তদন্তকারীরা৷ অন্যদিকে, এ দিন সকালেই তাপস সাহার বাড়ি থেকে বেরিয়ে সিবিআই-এর একটি দল তেহট্টেরই বহরবাঁধা এলাকায় তাঁর আপ্ত সহায়ক প্রবীর কয়ালের অন্য একটি বাড়িতে পৌঁছন সিবিআই কর্তারা৷
সূত্রের খবর, গতকাল প্রবীর কয়ালকে জিজ্ঞাসাবাদ করার সময় এই বাড়িটির কথা জানতে পারেন সিবিআই আধিকারিকরা৷ অভিযোগ, চাকরি দেওয়ার নামে সাধারণ মানুষের থেকে তোলা মোটা টাকার কমিশন থেকেই এই বাড়ি তৈরি করেন প্রবীর কয়াল৷
তৃণমূল বিধায়ক তাপস সাহা অবশ্য প্রথম থেকেই তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন৷ দায় চাপিয়েছেন আপ্ত সহায়ক প্রবীর কয়ালের দিকেই৷ এ দিনও সিবিআই তল্লাশির ফাঁকে তাপস দাবি করেছেন, তিনি তদন্তে সহযোগিতা করছেন৷