Scam: গ্রেফতার জীবনকৃষ্ণ, ঘুম ছুটেছে এক প্রধান শিক্ষকের! অন্য কাণ্ড রঘুনাথগঞ্জে, স্কুলের ভিতরে কী আছে?
- Published by:Suman Biswas
Last Updated:
Scam: জীবনকৃষ্ণ গ্রেফতার হতেই অন্য কাণ্ড রঘুনাথগঞ্জে। স্কুলে তালা!
বহরমপুর: গরমের ছুটির কারণে সোমবার থেকেই বন্ধ হয়েছে রাজ্যের স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান। অন্যদিকে চাকরির নিয়োগ দুর্নীতির কাণ্ডে ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন বড়ঞার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। আর তার গ্রেফতার হতেই অন্য চিত্র ধরা পড়ল মুর্শিদাবাদে। জীবন কৃষ্ণ সাহার শ্যালকের স্কুলে হঠাতই দুটি তালা দিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। কিন্তু কেন স্কুলের গেটে ডবল তালা দিলেন প্রধান শিক্ষক?
রঘুনাথগঞ্জের পিয়ারপুর প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে ২০২২সালে প্রাথমিক শিক্ষক পদে চাকরিতে যোগদান করেন নিতাই সাহা। তাকে বিধায়ক জীবন কৃষ্ণ সাহা প্রভাব খাটিয়ে চাকরি পাইয়ে দেন বলেই অভিযোগ গ্রামের বাসিন্দাদের। গত শুক্রবার পিয়ারপুরে জীবন কৃষ্ণ সাহার শ্বশুর বাড়িতে হানা দেয় সিবিআই। উদ্ধার করে ল্যাপটপ ও প্রিন্টার মেশিন। অন্যদিকে, সোমবার সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পরে পিয়ারপুর প্রাথমিক বিদ্যালয়ে দুটি তালা দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
advertisement
advertisement
জানা গিয়েছে, স্কুল বন্ধ থাকলে এতদিন মূল গেটে যে তালা দেওয়া থাকত, তার চাবি স্কুলের প্রত্যেক শিক্ষকের কাছেই ছিল৷ কিন্তু সিবিআই জীবনকৃষ্ণকে গ্রেফতারের পরই স্কুলের প্রধান শিক্ষক গ্রামবাসীদের উপস্থিতিতে আরও একটি তালা স্কুলের গেটে ঝুলিয়ে দেন৷ প্রধান শিক্ষকের দাবি, যাতে অবাঞ্ছিত কেও স্কুলে প্রবেশ করে কোনও জরুরি নথিপত্র সরাতে না পারেন, সেই কারণেই এই ব্যবস্থা নিয়েছেন তিনি৷
advertisement
নিতাই সাহা সহ বেশ কয়েকজন নতুন শিক্ষক ওই স্কুলে সম্প্রতি যোগদান করেছেন৷ তাঁদের যোগদান সংক্রান্ত নথিও স্কুলেই রয়েছে৷ সেই সমস্ত নথি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও চাইতে পারে বলেই আগাম সতর্কতা অবলম্বন করেছেন প্রধান শিক্ষক৷ অতিরিক্ত গরমের জন্য এমনিতেই সোমবার থেকে টানা সাতদিন স্কুল বন্ধ থাকবে৷ তাই কোনও ঝুঁকি নিতে রাজি হননি প্রধান শিক্ষক৷
advertisement
----কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 18, 2023 7:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Scam: গ্রেফতার জীবনকৃষ্ণ, ঘুম ছুটেছে এক প্রধান শিক্ষকের! অন্য কাণ্ড রঘুনাথগঞ্জে, স্কুলের ভিতরে কী আছে?