TRENDING:

Sukanya Mondal Lottery Win: দুই নয়, তিন বার লটারি জয়ী সুকন্যা! ২০২০-তেই পেয়েছিলেন আরও ৫০ লাখ, দাবি সিবিআই-এর

Last Updated:

লটারি জয়ের নামে অনুব্রত আসলে গরু পাচারের কালো টাকা সাদা করেছেন, এমনই সন্দেহ ছিল সিবিআই আধিকারিকদের৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: একা অনুব্রত নন, মেয়ে সুকন্যার কপালও যথেষ্ট চওড়া৷ অনুব্রত এবং তাঁর মেয়ের লটারি জয় সংক্রান্ত তথ্য অনুসন্ধানে নেমে সিবিআই কর্তারা যে তথ্য পাচ্ছেন, তাতে এ কথা বলাই যায়৷ আগেই দু' বার লটারিতে সুকন্যা মণ্ডল ৫১ লক্ষ টাকা জিতেছিলেন বলে তথ্য পেয়েছিল সিবিআই৷ এবার কেন্দ্রীয় গোয়েন্দারা জানতে পারলেন, আরও একবার লটারিতে ৫০ লক্ষ টাকা জিতেছিলেন সুকন্যা! যার অর্থ দু' বার নয়, মোট তিন বার লটারি জিতেছিলেন অনুব্রত কন্যা৷
নজরে অনুব্রত- সুকন্যার লটারি জয়৷
নজরে অনুব্রত- সুকন্যার লটারি জয়৷
advertisement

অনুব্রত মণ্ডলের লটারিতে কোটি টাকা জেতার তদন্তে নেমেই সুকন্যার লটারি জয়েরও খোঁজ পেয়েছিল সিবিআই৷ গত বছরের ডিসেম্বর মাসে অনুব্রত মণ্ডল লটারিতে ১ কোটি টাকা জেতেন বলে বিজ্ঞাপন প্রকাশিত হয়৷ তদন্তে নেমে সিবিআই আধিকারিকরা জানতে পারেন, এই ১ কোটি ছাড়াও ২০১৯ সালে লটারিতে ১০ লক্ষ টাকা জিতেছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি৷

advertisement

আরও পড়ুন: 'দোষী হলে শাস্তি পাবে', পার্থকে নিয়ে সরাসরি বললেন মমতা! পাল্টা দিলেন চ্যালেঞ্জও

অনুব্রতর ব্যাঙ্ক সংক্রান্ত নথি খতিয়ে দেখেই এই তথ্য হাতে পান সিবিআই আধিকারিকরা৷ একই ভাবে, সুকন্যার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য থেকে জানা যায়, তিনিও দু' বার লটারিতে যথাক্রমে ২৬ লক্ষ এবং ২৫ লক্ষ টাকা জিতেছিলেন৷

advertisement

সিবিআই সূত্রে খবর, ওই দু' বার ছাড়াও ২০২০ সালের জানুয়ারি মাসে সুকন্যা মণ্ডলের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে লটারি জয় বাবদ ৫০ লক্ষ টাকা জিতেছিলেন৷ বার বার অনুব্রত এবং তাঁর মেয়ে কীভাবে লটারিতে বিপুল অঙ্কের টাকা জিতলেন,সেই রহস্যেরই কিনারা করতে চাইছেন সিবিআই কর্তারা৷ যে টিকিটে অনুব্রত লটারিতে ১ কোটি টাকা জিতেছিলেন, তিনি আদৌ সেই টিকিট কাটেননি বলেই সিবিআই সূত্রে খবর৷

advertisement

আরও পড়ুন: 'কখন, কোথায় টপকে যাবেন,বুঝতে পারবেন না!' নন্দকুমার মডেল নিয়ে হুঁশিয়ারি মদনের

লটারি জয়ের নামে অনুব্রত আসলে গরু পাচারের কালো টাকা সাদা করেছেন, এমনই সন্দেহ ছিল সিবিআই আধিকারিকদের৷ অনুব্রত এবং তাঁর কন্যার একাধিকবার লটারি জয়ের তথ্য হাতে আসার পর সিবিআই কর্তাদের সেই সন্দেহ আরও দৃঢ় হয়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

গরু পাচারের তদন্তে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করার পর সম্প্রতি অনুব্রতর লটারি জয় নিয়েও খোঁজ খবর করতে শুরু করে সিবিআই৷ সেই তদন্তেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে৷ লটারির টিকিটের নম্বরের সূত্র ধরে বীরভূমের একাধিক লটারির টিকিট বিক্রেতার খোঁজ পায় সিবিআই৷ যে লটারি বিক্রেতা ওই টিকিটটি বিক্রি করেছিলেন, তাঁকেও ডেকে পাঠায় সিবিআই৷ কিন্তু তিনি জানিয়ে দেন, ওই টিকিট আদৌ তিনি অনুব্রত মণ্ডলকে বিক্রি করেননি৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sukanya Mondal Lottery Win: দুই নয়, তিন বার লটারি জয়ী সুকন্যা! ২০২০-তেই পেয়েছিলেন আরও ৫০ লাখ, দাবি সিবিআই-এর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল