জাতীয় সড়কের ফুটপাত দখল করে দোকানপাট। অবৈধ পার্কিং সহ বেশ কিছু বিষয় রয়েছে যে কারণে দুর্ঘটনা ঘটতে পারে। এর মধ্যেই গুরুত্বপূর্ণ হল অবৈধ পার্কিং। হাওড়া জেলা জুড়ে ১৬ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড প্রায় সর্বত্র দখল করে রয়েছে বড় বড় যানবাহন। এমন কি মেন রোডেও দেখা যায় রোডের একপাশে দাঁড়িয়ে রয়েছে ট্রাক । খুব সাধারন ঘটনা হলেও, এই ঘটনার জেরে অকালে বহু মানুষের প্রাণ চলে যাচ্ছে।
advertisement
আরও পড়ুনRath Yatra: মুর্শিদাবাদের জগন্নাথ পাড়ি দিচ্ছেন বিদেশে! অবাক করা সৃষ্টি জেলার শিল্পীর
এ প্রসঙ্গে ১৬ নম্বর জাতীয় সড়ক ইন্সিডেন্ট ম্যানেজার অশোক পয়রা জানান, রাস্তার উপর পার্কিং মারাত্মক বিপজ্জনক। কিছু কারখানা মালিক এবং একশ্রেণীর চালক এই সমস্যার সৃষ্টি করছে। যার ফলে অল্পতেই ঘটছে দুর্ঘটনা। যদিও হাওড়া এবং উলুবেড়িয়াতে পার্কিং করার নির্দিষ্ট স্থান রয়েছে।দুর্ঘটনা মুক্ত জাতীয় সড়ক করতে হলে বন্ধ করতে হবে অবৈধ পার্কিং। তিনি আরও বলেন, জাতীয় সড়ক কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে দুর্ঘটনা বন্ধ করার চেষ্টা চালাচ্ছে। তবে এই কাজে পুলিশকে আরও সক্রিয় ভূমিকা গ্রহণ করতে হবে।
রাকেশ মাইতি