TRENDING:

শীতে 'সস্তার' ফুলকপি এবছর কাঁদিয়ে ছাড়বে না তো? কৃষকদের সঙ্গে যা হয়েছে, পাতে তুলতে পকেট খালি হবে

Last Updated:

Cauliflower Cultivation : গত কয়েকদিনের বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে ফুলকপি চাষে। পচন ধরেছে ফুলকপির চারায়। শীতে ফুলকপির চাহিদা থাকলেও, জোগান দেওয়া নিয়ে চিন্তা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী : শীতের আগেই চোখে জল চাষিদের। এবছর শীতে অধিক ফলনের আশা করে ফুলকপি চাষ করে এখন চিন্তার ভাঁজ পড়েছে কৃষকদের কপালে। লাভের আশায় ফুলকপি চাষ করেছিলেন মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানার দস্তুরপাড়া গ্রামের চাষিরা। প্রতিবছরের মতো এবারও জমি ভরে ফুলকপি রোপন হলেও, গত কয়েক দিনের টানা বৃষ্টি আর তার পরের প্রচণ্ড রোদে বড়সড় ক্ষতির মুখে পড়েছেন সকলে।
advertisement

চাষি বাহারুল শেখ জানিয়েছেন, সামনেই শীত। তাই শীতের সময় ফুলকপির ফলনের জন্য বহু বছর ধরে ফুলকপি চাষ করছি। কিন্তু এবছর বৃষ্টির পরে প্রচণ্ড রোদে চারাগুলি পচে নষ্ট হয়ে যাচ্ছে। বিঘা প্রতি প্রায় ২৫ হাজার টাকা খরচ হয়েছে। এবার সেই খরচই উঠবে কিনা সন্দেহ।

আরও পড়ুন : এই মেলায় ‘বউ’ আনতে যায় লোকে, পছন্দ হলেই পাকা দেখা! বাংলার বুকে এ যেন এক আশ্চর্য! কোথায় হয়?

advertisement

বর্তমানে বাজারে খুচরো একটি ফুলকপির দাম ৩৫ থেকে ৪০ টাকা এবং পাইকারি বাজারে প্রায় ২৫- ৩০ টাকা। গত বছর এই গ্রামের চাষিরা প্রায় ৮০ থেকে ৯০ হাজার টাকা পর্যন্ত লাভ করেছিলেন। কিন্তু এবছর সেই আশা ক্ষীণ। চাষিদের দাবি, শীতের সময় ফুলকপি জোগান দেওয়া মুশকিল হবে। কারণ ফুলকপি অকাল বৃষ্টিতেই নষ্ট হয়ে যাচ্ছে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

দস্তুরপাড়া গ্রাম মূলত ফুলকপি চাষের ওপরই নির্ভরশীল। চাষিদের অভিযোগ, কৃষি দফতরে গিয়েও কোনও কার্যকর পরামর্শ পাচ্ছেন না তাঁরা। ফলে পুজোর মরশুমে শেষ হতেই লাভ তো দূরের কথা, মূলধন ফেরত পাওয়া নিয়েই দুশ্চিন্তায় রয়েছেন সকলে। কিভাবে শীতের জোগান দেওয়া সম্ভব হবে, তা নিয়ে চিন্তিত বাড়ছে। পাশাপাশি বাজারেও ফুলকপি কম আসতে পারেই বলেই ধারণা করছেন কৃষকরা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শীতে 'সস্তার' ফুলকপি এবছর কাঁদিয়ে ছাড়বে না তো? কৃষকদের সঙ্গে যা হয়েছে, পাতে তুলতে পকেট খালি হবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল