আরও পড়ুন: সোনারপুরে পিঠেপুলি উৎসব, চলল রান্নার প্রতিযোগিতাও
তাঁরা দেখতে পান আধডোবা অবস্থায় গাড়ির ভিতরে তিনজন আরোহী আটকে পড়েছে। দরজা খুলে বেরিয়ে আসার আপ্রাণ চেষ্টা করছে। ওই স্থানীয় তরুণরা কোনওক্রমে গাড়ির দরজা খুলে তাঁদেরকে বাইরে বার করে আনেন। দেখা যায় তিনজনই নেশাগ্রস্ত ছিল। তাদের জিজ্ঞেস করে জানা যায়, তারা গঙ্গার ঘাটটিকে রাস্তা মনে করে গাড়ি সোজা চালিয়ে দেয়, তাতেই এই বিপত্তি। স্থানীয়রা এরপর নবদ্বীপ থানায় ফোন করে খবর দেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
খবর পেয়ে পুলিশ এসে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গাড়ির তিন আরোহীকে আটক করে নিয়ে যাওয়া হয় থানায়। কিছুক্ষণ পরে নিয়ে আসা হয় একটি ক্রেন। প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় গাড়িটিকে টেনে তোলা হয় নদীর পাড়ে। পরে গাড়িটিকে নিয়ে যাওয়া হয় নবদ্বীপ থানায়। আরোহীদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, তারা দেশের নামি একটি কসমেটিকস কোম্পানির দ্রব্য নিয়ে বীরভূমের সাঁইথিয়া থেকে করিমপুর হয়ে নবদ্বীপে এসেছিলেন। এদিক-ওদিক ঘোরাঘুরি করার পর রাত প্রায় সাড়ে এগারোটা নাগাদ রানিরঘাট গঙ্গার ধারে আসেন। তখন তাঁরা প্রত্যেকেই নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। এই অবস্থায় দুর্ঘটনা ঘটে।
মৈনাক দেবনাথ





