মৃতের নাম শেখ জামিলউদ্দিন (২৮)। মৃতের বাড়ি জীবনতলা থানার ঘুটিয়ারিশরীফ রবীন্দ্রনগর এলাকায়। ঘটনার সময়ের ছবি ধরা পড়ে এলাকায় সিসি ক্যামেরায়। সেই ঘটনায় এখনও পর্যন্ত বিশ্বজিৎ সাফুঁই ও গনেশ সর্দার নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চললেও এখনও পর্যন্ত তাদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।
advertisement
ঘটনাস্থলে আনা হল ডামি
অন্যদিকে ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপান উতর শুরু হয়েছে। নওসাদ সিদ্দিকি থেকে শুরু করে কাশেম সিদ্দিকি মৃতের পরিবারের সঙ্গে দেখা করেছেন। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস।
এবার এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য ঘটনার পুনর্নির্মাণ করল ক্যানিং থানার পুলিশ। তদন্তকারীরা ধৃত দুই যুবককে নিয়ে বুধবার বিকেলে যান তালদিতে। কীভাবে তারা শেখ জামলউদ্দিনকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর করেন এবং পরে পায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যান সে বিষয়টি দেখান ধৃতরা। গোটা ঘটনার ভিডিওগ্রাফি করা হয় পুলিশের তরফ থেকে।