আরও পড়ুন: রিইউনিয়নে শিক্ষককে বেত উপহার প্রাক্তনীদের! মারের স্মৃতি রোমন্থন, নাকি অন্য কিছু?
প্রথম ক্যান্সার হাসপাতালের পথ চলা শুরু হল দুর্গাপুরে। সনকা গ্রুপের হাত ধরে পথ চলা শুরু করল সনকা ক্যান্সার ইনস্টিটিউট। যেখানে ক্যান্সার চিকিৎসার জন্য সমস্ত অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা রাখা হয়েছে। আনা হয়েছে অত্যাধুনিক সমস্ত যন্ত্রপাতি। ক্যান্সার আক্রান্ত যে কোনও রোগীকে সর্বোচ্চ মানের চিকিৎসা দেওয়ার লক্ষ্য নিয়ে রাখা হচ্ছে সব রকম ব্যবস্থা।
advertisement
ক্যান্সার রোগের প্রাদুর্ভাব ক্রমশ বাড়ছে। তবে সেই সঙ্গে উন্নত হচ্ছে চিকিৎসা পদ্ধতিও। দুর্গাপুরের প্রথম ক্যান্সার হাসপাতালে সমস্ত ধরনের বিশেষজ্ঞ চিকিৎসকরা থাকছেন। এখানে আনা হয়েছে ডিজিটাল পেড সিটি মেশিন। যা পূর্ব ভারতের মধ্যে প্রথম। ফলে ক্যান্সার নির্ধারণে কলকাতা থেকেও সেরা পরিষেবা মিলতে পারে এখানে। সাধারণতন্ত্র দিবসের দিনে পথ চলা শুরু হয়েছে দুর্গাপুরের এই ক্যান্সার হাসপাতালের। উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন অভিনেত্রী মহিমা চৌধুরী। যিনি নিজে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। তবে চিকিৎসার পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সনকা গ্রুপের সিইও বোনাপার্ট চৌধুরী বলেন, এতদিন অত্যাধুনিক ক্যান্সার চিকিৎসার জন্য বিদেশে যেতে হত। নিলেন পক্ষে এখানকার মানুষকে ভিন রাজ্যে যেতে হত। তার জন্য খরচ অনেক বাড়ত। পাশাপাশি ঘর ছেড়ে দূরে গিয়ে চিকিৎসা করাতে অনেকের সমস্যা হত। কিন্তু এবার রাজ্যের মানুষ হাতের কাছেই ক্যান্সারের অত্যাধুনিক চিকিৎসা পাবেন। যার ফলে রোগীদের মধ্যে মনোবল বাড়বে। চিকিৎসার খরচ কমবে। ঘরের সামনেই অত্যাধুনিক চিকিৎসা পাবেন মারণ রোগ কর্কটের জন্য।
নয়ন ঘোষ