TRENDING:

Agnimitra Paul on RamNabami: রামনবমীতে বিশেষ রীতি পালন অগ্নিমিত্রা পালের, সারাদিন কী কী করলেন তিনি?

Last Updated:

West Medinipur News: জেলার বিভিন্ন প্রান্তে রামনবমী উপলক্ষে একাধিক অনুষ্ঠানে যোগ দিলেন বিজেপি সাংসদ পদপ্রার্থী অগ্নিমিত্রা পাল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: বুধবার রামনবমী। আর সেই রামনবমী উপলক্ষ্যে জেলার বিভিন্ন জায়গায় রামনবমীর সুসজ্জিত শোভাযাত্রা আয়োজন করা হয়েছিল। পশ্চিম মেদিনীপুর জেলার বাংলা ওড়িশা সীমান্ত এলাকার দাঁতনেও আয়োজন করা হয়েছিল রামনবমীর মিছিল। সেই মিছিলে অংশ নেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। এদিন দাঁতন শ্যামলেশ্বর মন্দির থেকে শুরু হয় রামনবমীর সুসজ্জিত মিছিল।
advertisement

বাসন্তী নবমীতে জেলার খড়গপুর, মেদিনীপুর, বেলদা, দাঁতন সহ একাধিক জায়গায় রাম-হনুমানের পুজো ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। দাঁতনের শ্যামলেশ্বর মন্দির থেকে জাতীয় সড়ক হয়ে হুডখোলা গাড়িতে ঘুরলেন প্রার্থী অগ্নিমিত্রা পাল। এদিন বেশ কয়েকটি বাইকে যুবকেরা গেরুয়া ধ্বজা হাতে সুসজ্জিত শোভাযাত্রা করে। রামনবমী উপলক্ষ্যে অনেকেই ব্রত রেখেছেন। রামনবমী দিন একাধিক কর্মসূচির পাশাপাশি সারাদিন নিরামিষ খাবার খেয়েই থাকছেন অগ্নিমিত্রা।

advertisement

আরও পড়ুনLok Sabha Election 2024: ভোট প্রচারের মাঝে পান্তা ভাত-ভাজা লঙ্কা খেলেন কোন প্রার্থী?

যেহেতু এদিন রামের পুজো তাই এই রীতিই মানছেন তিনি। তপ্ত গরমেও সারাদিন একাধিক কর্মসূচিতে অংশ নিলেন প্রার্থী। মেদিনীপুরে গিয়ে করলেন আরতিও। এদিন সকালে তিনি খড়্গপুরে একটি স্থানীয় মন্দিরে পুজো দিয়ে চা চক্রে যোগ দেন। এরপর তিনি বেলা সাড়ে দশটা নাগাদ আসেন দাঁতনে। শ্যামলেশ্বর মন্দির সংলগ্ন হনুমানের মূর্তিতে মালা দিয়ে, নারকেল ফাটিয়ে তিনি সুসজ্জিত শোভাযাত্রায় অংশ নেন।

advertisement

এরপর দুপুরে মেদিনীপুর এবং বিকেলে ফের দাঁতন ২ ব্লকে কর্মসূচিতে যোগ দেন। তবে স্বাভাবিকভাবে রামনবমী উপলক্ষ্যে একাধিক কর্মসূচি প্রার্থী অগ্নিমিত্রার। স্বাভাবিকভাবেই রামনবমীর দিন বিরতি নেই তাঁর। বিভিন্ন মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি ধর্মীয় নানান উৎসব অনুষ্ঠানে যোগ দিয়ে অনন্য জনসংযোগে বিজেপি সাংসদ পদপ্রার্থী অগ্নিমিত্রা পালের।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Agnimitra Paul on RamNabami: রামনবমীতে বিশেষ রীতি পালন অগ্নিমিত্রা পালের, সারাদিন কী কী করলেন তিনি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল