মতুয়া অধ্যুষিত বনগাঁ মহকুমার একাধিক এলাকায় ইতিমধ্যেই ক্যাম্প করে নাগরিকত্বের ফর্ম ফিলাপ করাতে দেখা গিয়েছে। তবে এবার ঠাকুরবাড়িতেই নাগরিকত্বের ফর্ম ফিলাপ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল সারা ভারত মতুয়া মহাসংঘ। দিন কয়েক ধরেই ঠাকুরবাড়িতে চলছে এই সিএএ ক্যাম্প৷ ঠাকুরবাড়ি নাটমন্দিরে এই সিএএ এর প্রশিক্ষণ শিবিরে নদিয়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, হাওড়া সহ একাধিক এলাকা থেকে বহু ভক্তকে শিবিরে যোগদান করতে দেখা যায়।
advertisement
আরও পড়ুন: মায়ের সঙ্গে শেষ দেখা, তারপরই…! সাক্ষী হাওড়া, বীর ক্ষুদিরামকে আঁকড়ে ধরে রাখতে নয়া দাবি বাসিন্দাদের
উত্তর ২৪ পরগনার ওই শিবির নিয়ে শান্তনু ঠাকুর জানান, বহু মানুষ এই শিবিরে এসে যোগদান করছেন, কীভাবে ফর্ম ফিলাপ করাতে হবে, কী কী নথিপত্র দরকার তা জেনে যাচ্ছেন৷ শান্তনু ঠাকুর আরও বলেন, প্রায় ১০ হাজারের বেশি মানুষ ইতিমধ্যেই সিএএ এর ফর্ম ফিলাপ করেছেন৷ শতাধিক মানুষ ইতিমধ্যেই নাগরিকত্ব পেয়েও গিয়েছে৷ শান্তনু ঠাকুর অভিযোগের সুরেই জানান, তৃণমূল মানুষকে ভুল বুঝিয়ে এ বিষয়ে ভীতি তৈরি করছে। এ দিন ঠাকুর বাড়িতে মতুয়া ভক্তদের উৎসাহ চোখে পড়ল নাগরিকত্ব পাওয়াকে ঘিরে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মতুয়া ভক্তরা জানান, তারা বিষয়টি নিয়ে চিন্তিত ছিলেন, তবে মতুয়া ঠাকুর বাড়িতে এভাবে ক্যাম্প বসায় তাদের অনেক সুবিধা হল। পিঠস্থান দর্শনের পাশাপাশি মতুয়া গড় ঠাকুরনগরে এসেই তাদের নাগরিকত্ব কাজও হয়ে যাচ্ছে। এই নিয়ে ঠাকুরবাড়িকেও ধন্যবাদ জানান।