আরও পড়ুনঃ ঐতিহ্যের সঙ্গে আধুনিক ডিজাইনের ছোঁয়া! বেতের আসবাব, সামগ্রীতে সাজিয়ে তুলুন ঘর, রইল সেরা ঠিকানা
ঘর সাজানোর জিনিস থেকে খেলনা ও আসবাবপত্র। বেতের তৈরি হরেক রকমের জিনিস রয়েছে বাজারে। ফলে সহজেই মানুষের চাহিদা মিটবে। অভিজ্ঞ কারিগর এবং ব্যবসায়ীরা জানাচ্ছেন, বর্তমান সময়ে বেতের জিনিসের চাহিদা দারুণ। তাই বেতের জিনিস তৈরি শিখে স্বনির্ভর হওয়া যেতে পারে। অন্যদিকে তৈরি জিনিস পাইকারি দামে কিনে তা বিক্রি করেও ভাল লাভের ব্যবসা করা যেতে পারে। চাহিদা মত জিনিস মজুত রেখে বিক্রি বা অর্ডার অনুযায়ী জিনিস তৈরি করে ব্যবসা করতে পারে যে কেউ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ প্রসঙ্গে ব্যবসায়ী এবং দক্ষ কারিগর রাজকুমার মন্ডল জানাচ্ছেন, বেতের সমস্ত জিনিসের চাহিদা দারুণ। বেত দিয়ে আসবাবপত্র, খেলনা, ঘর সাজানোর জিনিস এবং বিভিন্ন মডেল তৈরি হচ্ছে। এই সমস্ত জিনিসের চাহিদাও বেশ। ফলে বাজারে বেতের তৈরি জিনিসের চাহিদা রয়েছে। এমন জিনিসের ব্যবসা বেশি সুবিধা এবং লাভের হতে পারে। সেই দিক থেকে বেতের জিনিসের ব্যবসা বর্তমান সময়ে লাভের মুখ দেখাচ্ছে মানুষকে।