ঐতিহ্যের সঙ্গে আধুনিক ডিজাইনের ছোঁয়া! বেতের আসবাব, সামগ্রীতে সাজিয়ে তুলুন ঘর, রইল সেরা ঠিকানা

Last Updated:

বেত দিয়ে তৈরি হচ্ছে খেলনা, ঘর সাজানোর জিনিস, আসবাবপত্র। ৮০ টাকা থেকে ৮০ হাজার টাকার জিনিস মিলছে।

+
হাওড়ার

হাওড়ার মৌরিগ্রামের মীল বাজারে বেতের তৈরি সামগ্রী

মৌরিগ্রাম, হাওড়া, রাকেশ মাইতিঃ বর্তমানে বেত দিয়ে তৈরি হচ্ছে হাজার রকমের জিনিস। যার চাহিদাও রয়েছে প্রচুর। তার মধ্যে রয়েছে নানা ধরণের খেলনা সামগ্রী, ঘর সাজানোর জিনিস, বিভিন্ন মডেল, সেই সঙ্গে আসবাবপত্র তো রয়েছেই। এমনই আকর্ষণীয় কাজ হচ্ছে হাওড়া জেলার মৌরিগ্রামের মীল বাজারে। সেখানে হরেকরকম বেতের সামগ্রী তৈরি হয়ে জেলা ও জেলার বাইরে বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে।
হাওড়ার মৌরিগ্রামের মীল বাজারে স্থানীয় কারিগররা বংশ পরম্পরায় বেত দিয়ে বিভিন্ন ধরনের নিত্যপ্রয়োজনীয় জিনিস তৈরি করে আসছেন। মৌরিগ্রামের মীল বাজারে বেত দিয়ে মোড়া, চেয়ার, টেবিল, সোফা, নানা ধরণের আসবাবপত্র তৈরি হয়। এছাড়া রয়েছে বিভিন্ন আকারের ঝুড়ি, যেমন ফলের ঝুড়ি, লন্ড্রি ঝুড়ি ইত্যাদি। তাছাড়া বেতের তৈরি ফুলদানি, পেনহোল্ডার, দেওয়ালে টাঙানোর সামগ্রী ইত্যাদির চাহিদা বর্তমানে বেড়েছে বলে জানালেন এক শিল্পী।
advertisement
আরও পড়ুনঃ  দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, জানুন কুমারী পুজো থেকে সন্ধি পুজোর সময়
বেত একটি নমনীয় উপাদান হওয়ায় এটি দিয়ে বিভিন্ন নকশা এবং আকারের জিনিস তৈরি করা যায়। যা দেখতেও বেশ আকর্ষণীয় হয়। এই কারণে বেতের তৈরি জিনিসপত্রের চাহিদা দিন দিন বাড়ছে বলে জানালেন শিল্পী রাজকুমার দাস। শুধুমাত্র হাওড়া নয় তার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গা এবং ভারতের অনেক জায়গায়তেও পৌঁছে যাচ্ছে বেতের তৈরি নানা জিনিস। এখানে যেমন ৮০ টাকার খেলনা জিনিস তৈরি হচ্ছে। তেমনই আবার  ৮০ হাজার টাকার জিনিসও তৈরি হচ্ছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আধুনিক ডিজাইন এবং ঐতিহ্যবাহী কারুশিল্পের সংমিশ্রণে বেতের তৈরি জিনিসপত্র দিয়ে ঘর সাজানোর প্রবণতা দিনে দিনে বাড়ছে। বাড়ছে বেতের তৈরি জিনিসের চাহিদা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ঐতিহ্যের সঙ্গে আধুনিক ডিজাইনের ছোঁয়া! বেতের আসবাব, সামগ্রীতে সাজিয়ে তুলুন ঘর, রইল সেরা ঠিকানা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement