চাবির রিং জিনিসটি কমবেশি সকলেই পছন্দ করেন। বাজারে রেডিমেড বিভিন্ন ধরনের চাবি রিং কিনতে পাওয়া যায়। এবার সমুদ্রে পাওয়া বিভিন্ন শামুক, ঝিনুক, বেশ কিছু অ্যান্টিক জিনিস এবং একটি স্বচ্ছ ছোট কাচের কন্টেনার দিয়ে এই চাবির রিং বানিয়ে বিক্রি করছেন এক পশু চিকিৎসক। এগুলি গ্রাহকদের পছন্দমতো কাস্টমাইজও হয়। পশু চিকিৎসকের এই ভাবনা ও উদ্যোগ নজর কেড়েছে।
advertisement
পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল কেশিয়াড়ির বাসিন্দা পার্থিব রায়, বর্তমানে তিনি ভিন জেলায় কর্মরত। কাজের অবসরে এই ব্যক্তিই তৈরি করছেন এই সমস্ত শৌখিন জিনিস। একটি ছোট্ট কাচের কন্টেনার, সামান্য ঝিনুক-শামুক, হ্যান্ডমেড পেপার ও নিজের পছন্দের সামান্য জিনিস দিয়ে খুব সহজেই এই চাবি রিং বানাচ্ছেন তিনি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জানা যায়, এই কন্টেনারগুলির দাম ২০ টাকা মতো। ঝিনুক ও শামুক সমুদ্রে পাওয়া যায়, কিনতে গেলেও দাম খুব বেশি নয়। অন্যদিকে অ্যান্টিক জিনিসের দামও অল্প। তাই সামান্য বুদ্ধি কাজে লাগিয়ে মাত্র কয়েক হাজার টাকা খরচ করলে প্রতি মাসে বেশ ভালো রোজগার হতে পারে। বাড়িতে অবসর সময়কে কাজে লাগিয়ে এই পশু চিকিৎসক তৈরি করছেন এই জিনিস। অনলাইন ও অফলাইন মাধ্যমে এই সামগ্রী বিক্রি করে বাকিদেরও উপার্জনের দিশা দেখাচ্ছেন তিনি।