ঘটনা নদিয়ার শান্তিপুর বাইপাস ১২ নম্বর জাতীয় সড়কের উড়ালপুলের বিএড কলেজের কাছে। এই পথ দুর্ঘটনায় আহত হয় একাধিক বাস যাত্রী। বেশ কিছু যাত্রীদের নিয়ে আসা হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। কারও মাথা ফেটে গেছে, কারও নাক ফেটে গেছে, এরকমভাবে বাসে থাকা প্রত্যেক যাত্রী আহত হয়েছে। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুই গুরুতর আহত ব্যক্তিকে কৃষ্ণনগরে স্থানান্তরিত করেছে শান্তিপুর হাসপাতাল।
advertisement
আরও পড়ুন: বন্দুক পরিষ্কার করার সময় আচমকা…! গুলি লাগল গাড়িচালকের কনুইয়ে, মারাত্মক ঘটনা ফরেস্ট অফিসে
অপরদিকে বেশ কিছু যাত্রী নদিয়ার কৃষ্ণনগর হাসপাতাল এবং রানাঘাট হাসপাতালেও চিকিৎসার জন্য গেছে বলে সূত্রের খবর। যদিও ঘটনার পরেই শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থল এবং হাসপাতালে পৌঁছয় এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ঘাতক বাস এবং লরিটিকে আটক করছে শান্তিপুর থানার পুলিশ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উল্লেখ্য, দিনের পর দিন বেড়েই চলেছে জাতীয় সড়কে পথ দুর্ঘটনা। একাধিক জায়গায় পুলিশ প্রশাসন রাস্তায় গতি ক্যামেরা লাগালেও বেশ কিছু অসতর্ক চালকেরা মানছেন না ট্রাফিক আইন কানুন। আর তার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে।