বন্দুক পরিষ্কার করার সময় আচমকা...! গুলি লাগল গাড়িচালকের কনুইয়ে, মারাত্মক ঘটনা ফরেস্ট অফিসে

Last Updated:

বক্সা ব্যাঘ্র প্রকল্পের রায়ডাক রেঞ্জ অফিসে বন দফতরের কর্মীদের ব্যবহার করার বন্দুক পরিষ্কার করতে গিয়ে বন্দুক থেকে গুলি বের হয়ে আহত হয়েছেন বন দফতরের এক গাড়ির চালক।

ফরেস্ট অফিসের কার্যালয়
ফরেস্ট অফিসের কার্যালয়
আলিপুরদুয়ার, অনন্যা দে:  বক্সা ব্যাঘ্র প্রকল্পের রায়ডাক রেঞ্জ অফিসে বন দফতরের কর্মীদের ব্যবহার করার বন্দুক পরিষ্কার করতে গিয়ে বন্দুক থেকে গুলি বের হয়ে আহত হয়েছেন বন দফতরের এক গাড়ির চালক। তিনি একজন বন দফতরের অস্থায়ী কর্মী বলে জানা যায়।  আহত গাড়ির চালক সুশান্ত মজুমদারের চিকিৎসা চলছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। ‌
প্রতি রবিবার সাউথ রায়ডাক রেঞ্জের বন কর্মীদের ব্যবহার করা বন্দুকগুলি পরিষ্কার করা হয়। ‌এদিনও বনকর্মীদের বন্দুক পরিষ্কার করতে গিয়ে আচমকায় বন্দুকের ভিতরে থাকা একটি গুলি বের হয়ে যায়। ‌ঠিক সেই সময়ে রেঞ্জ অফিসে ঢুকছিলেন বন দফতরের অস্থায়ী কর্মী  গাড়িচালক সুশান্ত মজুমদার। ‌কিছু বুঝে ওঠার আগেই গুলি সুশান্তর বাম হাতে কনুইয়ের নিচে লেগে যায়।‌ তড়িঘড়ি তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যান সাউথ রায়ডাক রেঞ্জের বন কর্মীরা।
advertisement
advertisement
এমন দুর্ঘটনার খবর পাওয়ার পরেই তৎক্ষণাৎ রেঞ্জ অফিসে ছুটে আসেন ডিএফডি দেবাশীষ শর্মা। আলিপুরদুয়ারের ওই রেঞ্জ অফিসে দেখা যায় বনকর্মীদের ভিড়। আহত বনকর্মীর পরিবারের সদস‍্যদের পাশে রয়েছেন তারা বলে জানা যায়। এটি কোনও ইচ্ছাকৃত ঘটনা নয় বলে জানা যায়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ডিএফডি জানান, “বর্তমানে সুশান্ত অনেকটাই সুস্থ আছে, তার চিকিৎসা চলছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। অনিচ্ছাকৃত এমন ঘটনার জন্য সত্যিই সবাই দুঃখিত। তবে পরবর্তীতে এমন কাজ করার জন্য আরও অনেক সতর্কতা অবলম্বন করা হবে। নির্দিষ্ট এমন একটি ঘর বেছে নেওয়া হবে যেখানে হঠাৎ হঠাৎ করে কেউ প্রবেশ করতে পারবেন না।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বন্দুক পরিষ্কার করার সময় আচমকা...! গুলি লাগল গাড়িচালকের কনুইয়ে, মারাত্মক ঘটনা ফরেস্ট অফিসে
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement