সামনেই মুখ্যমন্ত্রীর বর্ধমান সফর! ভাঙন রোধে বড় পদক্ষেপ? আশায় খণ্ডঘোষের বাসিন্দারা, কেন জানুন

Last Updated:
গত প্রায় ২ মাস ধরে লাগাতার বৃষ্টি এবং দামোদরে জল ছাড়ার ঘটনায় ধুয়ে মুছে সাফ হয়ে গেল দামোদরের গৈতানপুর চরমানা এলাকার দামোদরের পাড়ের বাঁধন। জলের তলায় বিঘের পর বিঘে চাষের জমি।
1/5
লাগাতার বৃষ্টি আর দামোদরে জল ছাড়ার ফলে পাড় ভেঙে জলের তলায় বিঘের পর বিঘে চাষের জমি,ভয়াবহ ভাঙন দামোদরে,আতঙ্কে কয়েকশো পরিবার।গত প্রায় ২ মাস ধরে লাগাতার বৃষ্টি এবং দামোদরে জল ছাড়ার ঘটনায় ধুয়ে মুছে সাফ হয়ে গেল দামোদরের গৈতানপুর চরমানা এলাকার দামোদরের পাড়ের বাঁধন।(চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)
লাগাতার বৃষ্টি আর দামোদরে জল ছাড়ার ফলে পাড় ভেঙে জলের তলায় বিঘের পর বিঘে চাষের জমি, ভয়াবহ ভাঙন দামোদরে, আতঙ্কে কয়েকশো পরিবার। গত প্রায় দু'মাস ধরে লাগাতার বৃষ্টি এবং দামোদরে জল ছাড়ার ঘটনায় ধুয়ে মুছে সাফ হয়ে গেল দামোদরের গৈতানপুর চরমানা এলাকার দামোদরের পাড়ের বাঁধন। (চিত্র ও তথ্য সূত্র : সায়নী সরকার)
advertisement
2/5
কয়েকবছর আগে এই চরমানা এলাকার দামোদরের ভাঙন ঠেকাতে তারের জালে বেঁধে বড় বড় বোল্ডার দিয়ে পাড় বাঁধানো হয়। কিন্তু সম্প্রতি সেই নির্মিত পাড় বাঁধাই ধুয়ে মুছে সাফ হয়ে যেতে শুরু করেছে। ফলে ফের বিঘের পর বিঘে জমি দামোদরের গর্ভে যেতে শুরু করেছে।
কয়েকবছর আগে এই চরমানা এলাকার দামোদরের ভাঙন ঠেকাতে তারের জালে বেঁধে বড় বড় বোল্ডার দিয়ে পাড় বাঁধানো হয়। কিন্তু সম্প্রতি সেই নির্মিত পাড় বাঁধাই ধুয়ে মুছে সাফ হয়ে যেতে শুরু করেছে। ফলে ফের বিঘের পর বিঘে জমি দামোদরের গর্ভে যেতে শুরু করেছে।
advertisement
3/5
ঘটনায় নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের শশঙ্গা গ্রাম পঞ্চায়েতের এই দামোদরের গৈতানপুর চরমানা এলাকায়।এলাকার বাসিন্দা সুধারানী দাস জানিয়েছেন, প্রত্যেক বছরই পাড় ভাঙছে। এবারও ভাঙছে। আমাদের ৭-৮ বিঘে জমি ছিল, ভেঙে চলে গেছে। অল্প জায়গা আছে। নদী থেকে ১০ ফুট দূরে বাড়ি। পাশে এক পরিবার সন্ধ্যার পর এখানে ঘরে থাকেন না। ভালো ভাবে পাড় বাঁধাতে হবে।
ঘটনায় নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের শশঙ্গা গ্রাম পঞ্চায়েতের এই দামোদরের গৈতানপুর চরমানা এলাকায়। এলাকার বাসিন্দা সুধারানী দাস জানিয়েছেন, "প্রত্যেক বছরই পাড় ভাঙছে। এবারও ভাঙছে। আমাদের ৭-৮ বিঘে জমি ছিল, ভেঙে চলে গেছে। অল্প জায়গা আছে। নদী থেকে ১০ ফুট দূরে বাড়ি। পাশে এক পরিবার সন্ধ্যার পর এখানে ঘরে থাকেন না। ভালভাবে পাড় বাঁধাতে হবে।"
advertisement
4/5
এলাকার বাসিন্দা গৌতম দাস জানিয়েছেন,দামোদরের পাড় ভাঙতে ভাঙতে আর কিছু থাকবে বলে মনে হয় না। দেড়-দুই বিঘা জমি চলে গেছে। প্রত্যেক বছরই ভাঙছে। বাঁধ ভেঙে চলে গেছে। এই বাঁধে কাজ হবে না। ১০০ ফুট দূরে নদী। মানাতে ৩০০-৩৫০ পরিবার বাস করে।
এলাকার বাসিন্দা গৌতম দাস জানিয়েছেন, দামোদরের পাড় ভাঙতে ভাঙতে আর কিছু থাকবে বলে মনে হয় না। দেড়-দুই বিঘা জমি চলে গেছে। প্রত্যেক বছরই ভাঙছে। বাঁধ ভেঙে চলে গেছে। এই বাঁধে কাজ হবে না। ১০০ ফুট দূরে নদী। মানাতে ৩০০-৩৫০ পরিবার বাস করে।
advertisement
5/5
শশঙ্গা গ্রাম পঞ্চায়েতের স্থানীয় পঞ্চায়েত সদস্য কবিতা সরকার জানিয়েছেন, বিঘের পর জমি জলে চলে গেছে। জেলাশাসক, বিডিও-র কাছে গেছি। প্রশাসনের প্রতিনিধিরা দেখে গেছেন। খাস জমি, পাট্টা দেওয়া জমি। প্রায় ৫০০ পরিবার আছে। সবাই আতঙ্কে রয়েছে।মুখ্যমন্ত্রী বর্ধমানে আসছেন মঙ্গলবার। তাঁরা চেষ্টা করবেন মুখ্যমন্ত্রীর কাছে এই সমস্যা তুলে ধরতে। জেলাশাসক আয়েষা রাণী এ. জানিয়েছেন, সেচ দফতরের সাথে কথা হয়েছে।খুব তাড়াতাড়ি পাড় বাঁধার কাজ শুরু হবে।( চিত্র ও তথ্য সূত্র : সায়নী সরকার)
শশঙ্গা গ্রাম পঞ্চায়েতের স্থানীয় পঞ্চায়েত সদস্য কবিতা সরকার জানিয়েছেন, "বিঘের পর জমি জলে চলে গেছে। জেলাশাসক, বিডিও-র কাছে গেছি। প্রশাসনের প্রতিনিধিরা দেখে গেছেন। খাস জমি, পাট্টা দেওয়া জমি। প্রায় ৫০০ পরিবার আছে। সবাই আতঙ্কে রয়েছে। মুখ্যমন্ত্রী বর্ধমানে আসছেন মঙ্গলবার। তাঁরা চেষ্টা করবেন মুখ্যমন্ত্রীর কাছে এই সমস্যা তুলে ধরতে। জেলাশাসক আয়েষা রাণী এ. জানিয়েছেন, সেচ দফতরের সঙ্গে কথা হয়েছে। খুব তাড়াতাড়ি পাড় বাঁধার কাজ শুরু হবে।" (চিত্র ও তথ্য সূত্র:সায়নী সরকার)
advertisement
advertisement
advertisement