TRENDING:

Bus Service: হাতিশালার সঙ্গে জুড়ল কলকাতা! চালু নতুন বাস, সেক্টর V, বিধাননগর স্টেশন, নিউটাউন...কোথায় কোথায় স্টপেজ জানুন

Last Updated:

হাতিশালার সঙ্গে কলকাতা এভাবে যুক্ত হওয়ায় ব্যাপক উপকৃত হয়েছেন দু'জেলার কয়েক হাজার মানুষ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা:  প্রতিদিনই নানা প্রয়োজনে নিউটাউন হাতিশালা থেকে কলকাতায় যাতায়াত করতে হয় বহু মানুষকে। তবে এতদিন উন্নত যোগাযোগ ব্যবস্থা না থাকায় সমস্যায় পড়তে হত নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষকে। রাস্তায় বেসরকারি বাসের সংখ্যা কমে যাওয়া নিয়ে আগেই সরব হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
চলা বাস রুট
চলা বাস রুট
advertisement

তারপর থেকেই রুগ্ন হয়ে পড়া রুট গুলিতে নতুন পারমিট দেওয়ার ক্ষেত্রে উদ্যোগী হওয়ার পাশাপাশি নতুন রুট চালুর ক্ষেত্রেও জোর দিতে দেখা যায় পরিবহণ দফতরকে। আর তাই চালু করা হয় নিউ টাউনের হাতিশালা বাসস্ট্যান্ড থেকে কলকাতা স্টেশন পর্যন্ত বেসরকারি বাস রুটের। পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর হাতেই হয় এই রুটে বাসের শুভযাত্রা।

advertisement

আরও পড়ুন: ‘ডেডলাইন ২০৩০…’! কমবে ধান, গম, সব শস‍্যের উত্‍পাদন, গবেষণায় ভয়ঙ্কর ভবিষ‍ত্‍ জানালেন খড়্গপুর IIT-র দুই বিজ্ঞানী

বেসরকারি বাসের এই নতুন রুট সেক্টর ফাইভ ছাড়াও নিউ টাউনের তথ্যপ্রযুক্তি তালুক ছুঁয়ে চলছে। পরিবহণ দফতর সূত্রের খবর, এই বাস কলকাতা স্টেশন থেকে ছেড়ে আরজি কর হাসপাতাল, শ্যামবাজার, খন্না, বিধাননগর স্টেশন, পিএনবি, সিটি সেন্টার ওয়ান, বিকাশ ভবন, করুণাময়ী, সেক্টর ফাইভ, নারকেলবাগান, অ্যাক্সিস মল, টাটা মেডিক্যাল সেন্টার, ইউনিটেক গেট, কারিগরি ভবন এবং ইনফোসিস দিয়ে চলাচল করছে।

advertisement

View More

প্রাথমিক ভাবে ২০টি বাস এই রুটে চলার অনুমোদন পেয়েছে। পরিষেবায় লাভবান হলে ওই রুটে চারটি সিএনজি চালিত বাসও নামতে পারে বলে খবর। হাতিশালা থেকে নতুন রুট চালু হওয়ার ফলে স্থানীয় মানুষের যাতায়াতের ক্ষেত্রেও বিশেষ সুবিধা হচ্ছে বলেই জানান।

নতুন এই রুটে বাস চালু হওয়ায় দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙ্গড় এলাকারও বহু মানুষের সুবিধা মিলছে। সহজে চিকিৎসার প্রয়োজনে আরজি কর হাসপাতাল-সহ কলকাতার নানা প্রান্তে পৌঁছানো আরও সহজ হয়েছে বলেই জানান স্থানীয় বাসিন্দা দিপালী মল্লিক।

advertisement

আরও পড়ুন: ‘ধৈর্য্য ধরুন, আসতেছি আমি…’! ফিরতে চলেছেন শেখ হাসিনা! হঠাৎ করেই ঘুরছে বাংলাদেশের খেলা, পিছনে কোন অঙ্ক?

তারক সাহা জানান, সকালে আগে বহু ঝোকিশ হয়ে তবে মন্তব্যে পৌঁছতে হত, তবে এই রূপে বাস চলাচল শুরু হওয়ায় এখন অনেকটাই সুবিধা হয়েছে। ফলে অতিরিক্ত ঝক্কি আর সইতে হয় না এই বয়সে। ফলে শহর ও শহরতলীর সঙ্গে তিলোত্তমা এহেন বাস রুটের মধ্যে দিয়ে যুক্ত হওয়ায় উপকৃত হয়েছেন কয়েক হাজার মানুষ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bus Service: হাতিশালার সঙ্গে জুড়ল কলকাতা! চালু নতুন বাস, সেক্টর V, বিধাননগর স্টেশন, নিউটাউন...কোথায় কোথায় স্টপেজ জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল