TRENDING:

আস্ত বাসস্ট্যান্ড ঢুকে পড়ল বাসের মধ্যে! ব্যস্ত সময়ে এ কী কাণ্ড সল্ট লেকে!

Last Updated:

এক মুহূর্তেই যেন বদলে গেল অফিস টাইমের চেনা দৃশ্য। বাস নয়, বাস স্ট্যান্ড ঢুকে পড়ল সরকারি বাসের মধ্যেই! এদিন সল্টলেক উইপ্রো মোড়ে ঘটল এমনই দুর্ঘটনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: এক মুহূর্তেই যেন বদলে গেল অফিস টাইমের চেনা দৃশ্য। বাস নয়, বাস স্ট্যান্ড ঢুকে পড়ল সরকারি বাসের মধ্যেই! এদিন সল্টলেক উইপ্রো মোড়ে ঘটল এমনই দুর্ঘটনা।
দুর্ঘটনায় বাস
দুর্ঘটনায় বাস
advertisement

জানা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে সরকারি বাসের ধাক্কা লাগে রাস্তার পাশে থাকা বাসস্ট্যান্ডের বাইরে বেরিয়ে থাকা সেডে। এস৩০ রুটের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উইপ্রো মোরের ওই বাসস্ট্যান্ডে ধাক্কা মারে। এর পরই বাসস্ট্যান্ডের সেডের বেশ কিছুটা অংশ বাসের সামনের কাচ ভেদ করে ঢুকে যায়।

যদিও ঘটনায় কেউ হতাহত না হলেও সামান্য কিছু আঘাত লাগে যাত্রীদের। তবে বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলেই মনে করছেন বাসে থাকা যাত্রীরা। একটুর জন্য প্রাণে বাঁচলেন বাস স্ট্যান্ডে অপেক্ষায় থাকা যাত্রীরা। দুর্ঘটনার পর বাসটিকে পুলিশ ক্রেনের মাধ্যমে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পর অফিস টাইমে ভোগান্তির মুখে পড়েন নিত্যযাত্রীরা।

advertisement

আরও পড়ুন- পুকুরের পাঁক, কাদা মেখে…! নতুন প্রজন্মকে শিক্ষা দিতে সে-কি আয়োজন

View More

কিছুক্ষণের জন্য ওই রাস্তায় যানবাহন চলাচল ব্যাহত হয়। যদি এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। অনেকেই ব্যস্ত এই রাস্তায় যান চলাচলের ক্ষেত্রে গতি নিয়ন্ত্রণ ও সাবধানতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন। ট্রাফিক পুলিশদেরও বিষয়টি নজরে রাখতে অনুরোধ জানান যাত্রীরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আস্ত বাসস্ট্যান্ড ঢুকে পড়ল বাসের মধ্যে! ব্যস্ত সময়ে এ কী কাণ্ড সল্ট লেকে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল