তাঁর বাড়ি ছেড়ে চলে যাওয়া মেনে নিতে না পেরে মারা যান তার স্ত্রী। এদিকে বিভিন্ন জায়গায় ঘুরে বিহারের মুজফ্ফরপুর এলাকায় মিথ্যে অপহরণের মামলায় তাঁকে তিন বছর হাজতবাস করতে হয় বলে অভিযোগ। এর পর মাসখানেক আগে বেকসুর খালাস পান নিমাই খাঁ। তার পর এক আইনজীবী তাঁর পরিবারের খোঁজে বিভিন্ন জেলার প্রশাসনিক মহলে ছবি-সহ খবর পাঠান।
advertisement
বড়ঞা প্রশাসনের সহযোগিতায় নিমাই খাঁকে ফিরিয়ে আনতে সক্ষম হন তার পরিবার। আত্মীয় তোয়েব শেখ বলেন, ‘‘নিমাই খাঁ বাড়ি ফিরে এসেছে জানতে পেরে আমরা ছুটে আসি দেখা করার জন্য। আমরা খুব খুশি। বড়ঞা ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক ও বড়ঞা প্রশাসনের সহযোগিতায় অবশেষে বৃহস্পতিবার বাড়ি ফিরলেন নিমাই খাঁ।
আরও পড়ুন : কুম্ভীর বিভ্রাট! ৬ বছর ধরে গলায় আটকে থাকা টায়ার নিয়ে নদীযাপন, অবশেষে টায়ারমুক্তি কুমিরের
আরও পড়ুন : আদিগন্ত তুষারাবৃত স্টেশনে তুষারপাতের মধ্যেই এল রেলগাড়ি, ভিডিওতে দেখুন বরফঢাকা শিমলার স্বর্গীয় রূপ
হারানো বাবাকে ফিরে পেয়ে খুশি তাঁর ছেলে মেয়েরাও। মেয়ে পলি বিবি বলেন, ‘‘৫ বছর বাবার কোনও খোঁজ না পেয়ে আমরা ধরেই নিয়েছিলাম বাবা আর বেঁচে নেই। কিন্তু বাবাকে আমরা আবার ফিরে পেয়েছি। খুব আনন্দ হচ্ছে, আমরা খুব খুশি।’’ এদিন নিমাই খাঁ বাড়ি ফিরে আসতেই তাঁকে দেখার জন্য মানুষের ভিড় নামে। ৬ মেয়ে ও ৩ ছেলেকে দেখে কান্নায় ভেঙে পড়লেন ৭১ বছর বয়সি নিমাই খাঁ। তিনি বলেন, ‘‘এত গুলো বছর পরিবারের কাউকে দেখেনি। বাড়িতে ফিরে এসে ছেলে মেয়েকে দেখতে পেয়ে খুব ভাল লাগছে।’’