TRENDING:

Murshidabad Death Mystery: ৫ বছর পর ‘মৃত’ ব্যক্তি ফিরলেন বাড়িতে, বিস্ময়ে হতবাক পরিবার আনন্দে উচ্ছ্বসিত

Last Updated:

Murshidabad Death Mystery:তার পর থেকে তার খোঁজ না পেয়ে পরিবারের লোকেরা ধরে নেন মারা গিয়েছেন নিমাই খাঁ। এতদিন পর তাঁকে ফিরে পেয়ে খুশি পরিবারের লোকজন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বড়ঞা : ৫ বছর পর বাড়ি ফিরলেন হারিয়ে যাওয়া নিমাই খাঁ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞা থানার কয়থা গ্রামে (Burwan of Murshidabad)। পরিবার সূত্রে খবর মানসিক ভারসাম্যহীন নিমাই খাঁ নামে ওই বৃদ্ধ পারিবারিক অশান্তির জেরেই প্রায় ৫ বছর আগে বাড়ি ছেড়ে চলে যান। তার পর থেকে তার খোঁজ না পেয়ে পরিবারের লোকেরা ধরে নেন মারা গিয়েছেন নিমাই খাঁ। এতদিন পর তাঁকে ফিরে পেয়ে খুশি পরিবারের লোকজন।
advertisement

তাঁর বাড়ি ছেড়ে চলে যাওয়া মেনে নিতে না পেরে মারা যান তার স্ত্রী। এদিকে বিভিন্ন জায়গায় ঘুরে বিহারের মুজফ্ফরপুর এলাকায় মিথ্যে অপহরণের মামলায় তাঁকে তিন বছর হাজতবাস করতে হয় বলে অভিযোগ। এর পর মাসখানেক আগে বেকসুর খালাস পান নিমাই খাঁ। তার পর এক আইনজীবী তাঁর পরিবারের খোঁজে বিভিন্ন জেলার প্রশাসনিক মহলে ছবি-সহ খবর পাঠান।

advertisement

আরও পড়ুন : অনুপ্রেরণা ‘ওয়ান্টেড’-এর সলমন খান, ১২৬ কেজি থেকে ৪৮ কেজি কমিয়ে সাব ইন্সপেক্টরের দেহে এখন সিক্স প্যাকের ঢেউ!

বড়ঞা প্রশাসনের সহযোগিতায় নিমাই খাঁকে ফিরিয়ে আনতে সক্ষম হন তার পরিবার। আত্মীয় তোয়েব শেখ বলেন,  ‘‘নিমাই খাঁ বাড়ি ফিরে এসেছে জানতে পেরে আমরা ছুটে আসি দেখা করার জন্য। আমরা খুব খুশি। বড়ঞা ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক ও বড়ঞা প্রশাসনের সহযোগিতায় অবশেষে বৃহস্পতিবার বাড়ি ফিরলেন নিমাই খাঁ।

advertisement

আরও পড়ুন : কুম্ভীর বিভ্রাট! ৬ বছর ধরে গলায় আটকে থাকা টায়ার নিয়ে নদীযাপন, অবশেষে টায়ারমুক্তি কুমিরের

আরও পড়ুন : আদিগন্ত তুষারাবৃত স্টেশনে তুষারপাতের মধ্যেই এল রেলগাড়ি, ভিডিওতে দেখুন বরফঢাকা শিমলার স্বর্গীয় রূপ

সেরা ভিডিও

আরও দেখুন
মিনি ফুটবল টুর্নামেন্টে বড়সড় পুরস্কার! চার চাকা গাড়ি, বুলেট বাইক কী নেই..!
আরও দেখুন

হারানো বাবাকে ফিরে পেয়ে খুশি তাঁর ছেলে মেয়েরাও। মেয়ে পলি বিবি বলেন, ‘‘৫ বছর বাবার কোনও খোঁজ না পেয়ে আমরা ধরেই নিয়েছিলাম বাবা আর বেঁচে নেই। কিন্তু বাবাকে আমরা আবার ফিরে পেয়েছি। খুব আনন্দ হচ্ছে, আমরা খুব খুশি।’’ এদিন নিমাই খাঁ বাড়ি ফিরে আসতেই তাঁকে দেখার জন্য মানুষের ভিড় নামে। ৬ মেয়ে ও ৩ ছেলেকে দেখে কান্নায় ভেঙে পড়লেন ৭১ বছর বয়সি নিমাই খাঁ। তিনি বলেন, ‘‘এত গুলো বছর পরিবারের কাউকে দেখেনি। বাড়িতে ফিরে এসে ছেলে মেয়েকে দেখতে পেয়ে খুব ভাল লাগছে।’’

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad Death Mystery: ৫ বছর পর ‘মৃত’ ব্যক্তি ফিরলেন বাড়িতে, বিস্ময়ে হতবাক পরিবার আনন্দে উচ্ছ্বসিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল